ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল, বাড়ল ভোটের সময়

২০২৫ ডিসেম্বর ০৭ ১৬:২৮:৪৪

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল, বাড়ল ভোটের সময়

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। একইসঙ্গে এবার ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছে কমিশন।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ভোটের সময়সূচি ও ছুটি

ইসি সানাউল্লাহ জানান, এবার ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অর্থাৎ ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোটের দিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। তবে নির্বাচন কমিশনের প্রয়োজন সাপেক্ষে ব্যাংক ও পোস্ট অফিস খোলা রাখা হতে পারে।

উপদেষ্টাদের অংশগ্রহণ ও প্রকল্প অনুমোদন

নির্বাচন কমিশনার স্পষ্ট করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য পদে বহাল থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইন যাদের অনুমতি দেবে, কেবল তারাই প্রার্থী হতে পারবেন। এছাড়া তফসিল ঘোষণার পর সরকার নতুন কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন করতে পারবে না।

কর্মকর্তা নিয়োগে নিষেধাজ্ঞা

ভোটগ্রহণের দায়িত্বে কাদের নেওয়া হবে—এ বিষয়ে ইসি সানাউল্লাহ জানান, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে সরকারি, আধা-সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। তবে এই মুহূর্তে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ব্যালট ও প্রবাসী ভোট

আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকেই প্রবাসী ভোটারদের জন্য ব্যালট পেপার ছাপানো শুরু হবে। দেশের ভেতরের ভোটকেন্দ্রগুলোতে ভোটের আগের রাতেই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। এছাড়া সোমবারই বিটিভিকে তফসিল রেকর্ড করার জন্য চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।

আচরণবিধি ও ম্যাজিস্ট্রেট

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে কমিশন। তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়ানো হবে। এছাড়া তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীদের সব পোস্টার-ব্যানার সরিয়ে ফেলতে হবে; অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত