ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার, অনলাইনে আবেদন শুরু আজ

২০২৫ ডিসেম্বর ০৭ ১২:১৫:৪৮

স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার, অনলাইনে আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: স্নাতক (পাস ও অনার্স) বা সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা বাবদ উপবৃত্তি বা আর্থিক অনুদান দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এই সহায়তার জন্য আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিকৃত বা অধ্যয়নরত শিক্ষার্থীরা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। মূলত অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়ে যায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী শিক্ষার্থীদের `https://www.eservice.pmeat.gov.bd/admission` লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় ট্রাস্টের ওয়েবসাইট থেকে নির্ধারিত প্রত্যয়ন ফরম ডাউনলোড করে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের সুপারিশ গ্রহণপূর্বক তা আপলোড করতে হবে।

যোগ্যতা ও শর্তাবলি:

আবেদনকারীর অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে। এর প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা সিটি করপোরেশনের কাউন্সিলরের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।

প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানরা অফিস প্রধানের বেতন সংক্রান্ত প্রত্যয়ন দিয়ে আবেদন করতে পারবেন।

প্রতিবন্ধী, এতিম, ভূমিহীন, নদীভাঙন কবলিত, অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার এবং দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানরা অগ্রাধিকার পাবেন। এ ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

অনলাইন আবেদনের সঙ্গে সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র এবং শিক্ষার্থী বা অভিভাবকের নিজ ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং নম্বরের সঠিক তথ্য (কেওয়াইসি আপডেটসহ) প্রমাণ হিসেবে সংযুক্ত করতে হবে। আবেদনের কোনো হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ