ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৮৬ জন

২০২৫ ডিসেম্বর ০৬ ১৮:১৩:১৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৮৬ জন

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। দেশের হাসপাতালগুলোতে নতুন করে ৪৮৬ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা ৩৯৪ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণে ৬৬ জন, চট্টগ্রামে ৭৭ জন, বরিশালে ৫০ জন, খুলনায় ৩৬ জন, ময়মনসিংহে ৩৬ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ৫ জন এবং অন্যান্য এলাকায় ৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৬২.৪ শতাংশ পুরুষ এবং ৩৭.৬ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ৫৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৯৫ হাজার ২০৪ জন। এর আগে শুক্রবারও দেশজুড়ে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেনি এবং নতুন আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত