ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
.jpg)
ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যলামনাই অ্যাসোসিয়েশন-ডুয়ার বরিশাল বিভাগীয় সম্মিলনী উৎসব আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) বরিশালে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুয়া’র সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুন-অর-রশিদ এবং বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন ডুয়া অর্থ উপ-কমিটির সদস্য সচিব ও স্যোসাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত, আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তর) বায়েজীদ বোস্তামী ও মো. তহা এবং অর্থ উপ-কমিটির সদস্য তারিকুল ইসলাম মনির।
প্রধান অতিথির বক্তৃতায় আবদুল বারী ড্যানী ডুয়া’র বর্তমান আহ্বায়ক কমিটির নানা কর্মকান্ড তুলে ধরে বলেন, বর্তমান কমিটির শিক্ষার্থীদের বৃত্তি কর্মসূচি আরও জোরদার করছে। তিনি জানান, শিক্ষার্থীদের বৃত্তির পরিমাণ আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকায় বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, ২০২২-২৩ ও ২০২৩-২৪ বছরের শিক্ষার্থীদের বৃত্তি কর্মসূচির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ডুয়া’র সদস্য সচিব বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-এটি আমাদের অহংকার। এই অহংকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির প্রতি আমাদের দায়বদ্ধতাও এসে যায়। যে কারণে আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডে দেশে ও বিদেশে অবস্থান করা শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছি। এরই ধারাবাহিকতায় আজকের বরিশাল বিভাগীয় সম্মেলনে উপস্থিত হয়েছি।”
তিনি বলেন, “আমরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগে ও জেলা শহরে অ্যালামনাই অ্যাসেোসিয়েশনের সদস্যদের খুঁজে বের করতে সম্মেলন করার প্রয়াস শুরু করেছি। এতে একদিকে কেন্দ্রীয় অ্যালামনাই সঙ্গে শাখা অ্যালমানাইগুলোর আন্তসম্পর্ক যেমন জোরদার হবে, তেমনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডে তাদের অংশগ্রহণও তরাণ্বিত হবে।”
আবদুল বারী ড্যানী বলেন, দীর্ঘদিন যাবত ডুয়া’র সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম বন্ধ ছিল। আমরা শীঘ্রই নতুন সদস্য অর্ন্তভুক্তি কার্যক্রম শুরু করবো। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। তিনি বলেন, “আমরা ডুয়া’র কাংখিত সম্প্রসারণ করতে চাই, একে গতিশীল করতে চাই এবং বিশ্ববিদালয়ের উন্নয়নমূলক কর্মকান্ডে ডুয়া’র সদস্যদের কার্যকরভাবে সম্পৃক্ত হতে চাই।”
বরিশাল বিভাগে ডুয়া’র সদস্য রয়েছে প্রায় এক হাজার। এরমধ্যে সম্মেলনে তিন শতাধিক সদস্য অংশগ্রহণ করে।
অনুষ্ঠানশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।
পুনর্মিলনী আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন রেজা বাড়ী, মাসুম বিল্লাহ, জিয়া, সুশান, আরিফ প্রমূখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি