ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

পে স্কেল বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ

২০২৫ ডিসেম্বর ০৫ ১১:৫২:২৩

পে স্কেল বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকেই শহীদ মিনার এলাকায় সমবেত হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মচারীরা মহাসমাবেশে যোগ দিয়েছেন। তারা দাবি করেছেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং জানুয়ারি মাস থেকেই তা কার্যকর করতে হবে।

একজন কর্মচারী সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে আমরা নতুন পে স্কেলের দাবি জানাচ্ছি। সরকার পে কমিশন গঠন করলেও অর্থ উপদেষ্টার বক্তব্যে নতুন বেতন কাঠামো কার্যকর করার বিষয়ে দ্বিধা দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে গেজেট না প্রকাশ হলে আন্দোলন চলতে থাকবে।

সরকারি কর্মচারীরা দৃঢ়তার সঙ্গে জানাচ্ছেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। সমাবেশে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগান ব্যবহার করে নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শ্রীলঙ্কার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

শ্রীলঙ্কার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় ত্রাণ সহায়তা পাঠানোয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে ধন্যবাদ... বিস্তারিত