ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় পুলিশের চার্জশিট দাখিল

২০২৫ ডিসেম্বর ০২ ২১:০০:৪৫

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় পুলিশের চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধের ঘটনায় দায়ের হওয়া ১০৬টি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং ৭৫টি অন্যান্য ধারার মামলা রয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিট দেওয়া ৩১টি হত্যা মামলা ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম ও শেরপুর জেলা এবং পিবিআই, ডিএমপি, আরএমপি ও সিএমপি এলাকার। এছাড়া অন্যান্য ধারার ৭৫টি মামলাও দেশের বিভিন্ন জেলা ও মেট্রোপলিটন পুলিশের তদন্তনাধীন ছিল।

পুলিশ সদর দপ্তর জানায়, অভ্যুত্থানকালে দায়ের করা মামলাগুলোর যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। বাকি মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে।

অন্যদিকে, হয়রানিমূলক মামলা থেকে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৭৩-এ ধারায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত