ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
দেশের গণতন্ত্র ধ্বংসের স্থপতি ‘কালচারাল ফ্যাসিস্ট’: ভিপি সাদিক
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার শাসনামলে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ভূমিকা ইতিহাস কখনো ক্ষমা করবে না এ মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, নতুন বাংলাদেশ গঠনের পথে এসব সহযোগীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তাঁর মতে, তারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের স্থপতি হিসেবে চিহ্নিত।
শনিবার বিকেল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই স্মৃতি : শাবিপ্রবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদিক কায়েম। সেখানে তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু ‘কুলাঙ্গার শিক্ষক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সহযোগিতায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া হয়েছে, অবৈধ নির্বাচনের পক্ষে যুক্তি দাঁড় করানো হয়েছে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর অত্যাচারকে স্বাভাবিক হিসেবে তুলে ধরা হয়েছে।
সাদিক কায়েম বলেন, “আমরা বারবার শত্রু-মিত্র চিনতে ভুল করি। যারা এ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পেছনে কাজ করেছে, পিলখানা হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে, প্রতিটি ক্যাম্পাসে নির্যাতনের সংস্কৃতি টিকিয়ে রেখেছে তাদের স্পষ্টভাবে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। স্বাধীন বাংলাদেশে তাদের বিচারের মুখোমুখি করতেই হবে।”
কালচারাল ফ্যাসিস্টদের মোকাবিলায় ছাত্রদল-ছাত্রশিবিরসহ ‘বাংলাদেশপন্থি’ সব শিক্ষার্থী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি আরও বলেন, “তাদের সুযোগ দিলে তারা আবার নতুন বাংলাদেশেও ফ্যাসিবাদের চেহারা নিয়ে ফিরে আসবে।”
তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের এক বছর পূর্তির মধ্যেই আন্দোলনের গুরুত্ব খাটো করার চেষ্টা চলছে। “বলা হচ্ছে, এটা কেবল ক্ষমতার পরিবর্তনের আন্দোলন ছিল। অথচ ক্ষমতার পালাবদলের জন্য দুই হাজার মানুষ জীবন দেননি, ৪০ হাজার শিক্ষার্থী ও তরুণ-তরুণী পঙ্গুত্ববরণ করেননি,” বলেন সাদিক কায়েম।
তার মতে, ব্যক্তি বা দলীয় পক্ষপাতের কারণে কালচারাল ফ্যাসিস্টদের দায়মুক্তি দেওয়া হলে তা ইতিহাস, শহীদ পরিবার ও পরবর্তী প্রজন্ম কখনো ক্ষমা করবে না। তাই জুলাই আন্দোলনের ইতিহাস ধরে রাখা এবং আগামী প্রজন্মকে তা জানানো জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস