ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিচ্ছে ভারত? জানুন বিস্তারিত

২০২৫ নভেম্বর ২৮ ২৩:১৩:২৬

আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিচ্ছে ভারত? জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি একটি ফেসবুক পোস্টে বলছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় ভারত নীরবে এক ধাপ এগিয়ে গেছে। তার ভাষায়, জুলাই গণহত্যার মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে দিল্লি “মুখে কিছু না বললেও” ইতিমধ্যেই ভিতরে বড় ধরনের উদ্যোগ নিতে শুরু করেছে।

শফিকুল আলম আরও যুক্ত করেন, ভারতের উদ্দেশ্য সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কদর বা তার ঘনিষ্ঠদের ওপর চাপ সৃষ্টি করা নয়। বরং তারা এমন একটি “নিরাপদ পথ” বেছে নিতে চায় যার মাধ্যমে কামালকে ফেরত এনে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাকডোর ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে। তাঁর পোস্টে উল্লেখ রয়েছে, “কামাল যতই অর্থ ব্যয় ক‌রুন বা প্রভাবশালীদের আশ্রয় নিন, আন্তর্জাতিক আইন এবং জনমতকে উপেক্ষা করা সম্ভব হবে না। জুলাই গণহত্যার ঘটনা এবং আন্তর্জাতিক নজর সেই পালানোর সুযোগ ক্রমেই সংকুচিত করছে।”

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। শফিকুল আলমের মন্তব্য থেকে বোঝা যায় যে, ভারত থেকে কামালের প্রত্যরপণ ফ্লাইট ব্যবহার করে ফেরত আনার পরিকল্পনা ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, যা ভবিষ্যতে দেশীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ