ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

হংকংয়ে ভয়াবহ আগুন: মৃ’তের সংখ্যা বেড়ে ১২৮

২০২৫ নভেম্বর ২৮ ১৫:৩১:৪৬

হংকংয়ে ভয়াবহ আগুন: মৃ’তের সংখ্যা বেড়ে ১২৮

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে১২৮ জনেপৌঁছেছে যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বুধবার উত্তর হংকংয়ের তাই পো জেলারওয়াং ফুক কোর্টআবাসিক কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। একদিনেরও বেশি সময় জ্বলতে থাকা এ আগুন শুক্রবার ভোরে নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ শুরু হয়। ফায়ার সার্ভিস জানায়, মৃতদের মধ্যে৮৯ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। পাশাপাশি ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে গিয়েএকজন ফায়ার সার্ভিস কর্মীও প্রাণ হারান

এ ঘটনায় আরও৭৯ জন আহত হয়েছেন। সংবাদ সম্মেলনে ফায়ার কর্মকর্তারা জানান, আগুন প্রথমে নিচতলায় ছড়ালেও পরে দ্রুত উপরের দিকে পৌঁছায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাপমাত্রা কখনো কখনো৫০০ ডিগ্রি সেলসিয়াসছাড়িয়ে যায়, ফলে কিছু এলাকায় আগুন নিভে যাওয়ার পরও আবার জ্বলে ওঠে।

ফায়ার সার্ভিসের প্রায়২,৫০০ কর্মীউদ্ধার কাজে অংশ নেন, যেখানে৩৯১টি ফায়ার ইঞ্জিনএবং১৮৮টি অ্যাম্বুলেন্সব্যবহৃত হয়েছে। এর মধ্যে১২ জন দমকলকর্মী আহতহন। তবে হেলিকপ্টার বা ড্রোন ব্যবহার করা হয়নি, কারণ আগুন ভবনের ভেতরে থাকায় ওপর থেকে পানি ছিটানো কার্যকর হতো না বলে কর্মকর্তাদের ব্যাখ্যা।

ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডেরমূল কারণ জানতে কয়েকদিন সময়লাগতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত