ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ক্রোম ব্যবহারকারীদের জন্য গুগলের চমক
ডুয়া ডেস্ক: গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য হঠাৎ এক চমক নিয়ে এসেছে গুগল—নির্বাচিত ব্যবহারকারীরা পুরো এক বছর সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন অ্যাডোবির ফটোশপ ওয়েব সংস্করণ। কোনো সফটওয়্যার ইনস্টল করার ঝামেলা ছাড়াই সরাসরি ব্রাউজারেই মিলবে সম্পাদনার সব টুল, যা সৃজনশীল কাজ করেন এমন তরুণদের মাঝে দারুণ উত্তেজনা তৈরি করেছে।
গুগল জানিয়েছে, যেসব ব্যবহারকারী এই সুবিধা পাবেন, তাদের ক্রোম ব্রাউজারেই পপআপ নোটিফিকেশনের মাধ্যমে অফারটির তথ্য দেখানো হবে। ‘ক্লেইম নাও’ বাটনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর অ্যাডোবি অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে ১২ মাসের ফ্রি সাবস্ক্রিপশন। এ প্রক্রিয়ায় কোনো পেমেন্ট তথ্য দেওয়ার প্রয়োজন নেই।
ফটোশপের ওয়েব সংস্করণে মিলবে মূল ফটোশপের বেশ কিছু শক্তিশালী টুল—লেয়ার, সূক্ষ্ম সিলেকশন অপশন, ননডেস্ট্রাকটিভ এডিটিং এবং অ্যাডোবি ফায়ারফ্লাই ভিত্তিক জেনারেটিভ ফিলসহ বিভিন্ন ফিচার। এগুলো সবই ব্যবহার করা যাবে সরাসরি গুগল ক্রোমের মধ্যেই।
কীভাবে পাবেন এক বছরের ফ্রি ফটোশপ ওয়েব সুবিধা
প্রথমে ক্রোম ব্রাউজারকে আপডেট করতে হবে সর্বশেষ সংস্করণে (ভার্সন ১৩০ বা তার ওপরে)।
ক্রোমে গুগল অ্যাকাউন্টে সাইন-ইন থাকতে হবে।
এরপর ‘ফটোশপ ডট অ্যাডোবি ডটকম’ সাইটে গেলে বা নতুন ট্যাব খুললে দেখা যেতে পারে প্রমোশনাল ব্যানার।
ব্যানার দেখা গেলে ‘ক্লেইম নাও’ ক্লিক করে অ্যাডোবি আইডিতে লগইন করলেই ফ্রি সাবস্ক্রিপশন যুক্ত হয়ে যাবে।
অনেক ব্যবহারকারী জানিয়েছেন, ব্যানার না দেখালে ব্রাউজারের ক্যাশ মুছে ফেলা বা রিস্টার্ট করলে পপআপ দেখা যায়। গুগল আনুষ্ঠানিকভাবে কারা নির্বাচিত হবেন তা জানায়নি; তবে ধারণা করা হচ্ছে, নিয়মিত সৃজনশীল কাজে যুক্ত সক্রিয় ক্রোম ব্যবহারকারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ফ্রি সুবিধা একবার যুক্ত হলে পূর্ণ ৩৬৫ দিন কার্যকর থাকবে। এর পর সাবস্ক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে, যদি ব্যবহারকারী আগেই বাতিল না করেন। ভারতসহ যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে অফারটি চালু আছে। গুগল জানিয়েছে, সীমিত সময়ের এই উদযাপনমূলক উদ্যোগের শেষ তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
যাদের আগেই ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন রয়েছে, তাদের ক্ষেত্রে নতুন এক বছরের এ সুবিধা অতিরিক্ত সময় হিসেবে যুক্ত হবে, পূর্বের প্যাকেজের সঙ্গে কোনোভাবে ওভারল্যাপ করবে না।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে: প্রতিপক্ষ কারা-জানুন বিস্তারিত
- আজ মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)