ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
ভারতের ইসলামোফোবিয়া নিয়ে পাকিস্তান দৃষ্টি আকর্ষণ করলো বিশ্বকে
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বাড়তে থাকা বৈষম্য এবং ইসলামোফোবিয়ার প্রবণতা নিয়ে সতর্কবার্তা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের অযোধ্যায় শতাব্দী প্রাচীন বাবরি মসজিদের ধ্বংসের জায়গায় নির্মিত রাম মন্দিরে সম্প্রতি পতাকা উত্তোলন উদ্বেগের বিষয়। পাকিস্তান এই ঘটনার মাধ্যমে ভারতে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের ইচ্ছাকৃত প্রচেষ্টার পরিচয় দেখছে বলে মনে করছে।
মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি জানান, ভারতের বিভিন্ন ঐতিহাসিক মসজিদ অপবিত্রকরণ বা ধ্বংসের হুমকির মুখে রয়েছে। পাশাপাশি মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্রমবর্ধমান প্রান্তিকায়নের শিকার হচ্ছেন। পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের বাড়তে থাকা ইসলামোফোবিয়া, ঘৃণাপ্রসূত বক্তব্য ও হামলার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে ইসলামী ঐতিহ্য ও সংখ্যালঘু ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের সরকারকে আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার আলোকে মুসলিমসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের উপাসনালয় রক্ষার দায়িত্ব নিতে হবে। পাকিস্তান অভিযোগ করেছে, ভারতের রাষ্ট্রীয় সংস্থাগুলো সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রবাদী জনতা বাবরি মসজিদ ধ্বংস করে, পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় দায়ীদের খালাস দেওয়া হয় এবং ধ্বংস হওয়া মসজিদের স্থানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মন্দিরের শীর্ষে পতাকা উত্তোলন করেছেন, যা নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার সংকেত বহন করছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা