ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার এখনো নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি: রাশেদ খান

২০২৫ নভেম্বর ২১ ০১:১৮:৫১

সরকার এখনো নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার এখনো নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেছেন, একটি সেরা নির্বাচন উপহার দিতে যে ধরনের পরিবেশ প্রয়োজন, তা নিশ্চিত করতে সরকার এখনো পুরোপুরি মনোযোগী হয়নি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, “পুলিশ এখনো ঠিকমতো কাজ করছে না। বর্তমান পরিস্থিতিতে একমাত্র সেনাবাহিনীর পক্ষেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব।” তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে জনগণের মধ্যে এক ধরনের সংশয় কাজ করছে।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাশেদ খান বলেন, “বিচারের আগে আওয়ামী লীগের কোনো নেতাকে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না। আগের ডামি এমপিদের সুযোগ দিলে তাদের ইন্ধনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচন বানচালের চেষ্টা করবে। আওয়ামী লীগ আরেকটি ১/১১ তৈরির পাঁয়তারা করছে।”

তিনি আরও অভিযোগ করেন, অতীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ না করলে সরকারি চাকরি পাওয়া যেত না। চাকরির ক্ষেত্রে দলীয় পরিচয়ের বদলে একমাত্র মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনা বুঝেছিলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকলে তিনি ফ্যাসিস্ট হতে পারবেন না, তাই তিনি তা বাতিল করেছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত