ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
নীরব উদযাপনে তারেক রহমানের জন্মদিন: বিএনপিতে শুভেচ্ছার জোয়ার
ডুয়া ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার তাঁর ৬১তম জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ছেয়ে গেছেন দলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম নেওয়া এই রাজনৈতিক নেতাকে ঘিরে দিনটিকে কেন্দ্র করে দলের ভেতরে-বাইরে ইতোমধ্যেই নীরব শুভেচ্ছার পরিবেশ তৈরি হয়েছে।
তবে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক সংবেদনশীলতা বিবেচনায় এবারও জন্মদিন পালিত হচ্ছে অত্যন্ত সংযতভাবে। কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে কোনো ধরনের জমকালো আয়োজন, কেক কাটা বা উৎসবমুখর আয়োজন করা যাবে না।
গত মঙ্গলবার দলের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা পুনর্ব্যক্ত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি নেতাকর্মীদের পোস্টার-ব্যানার টাঙানো, আলোচনা সভা আয়োজন বা যে কোনো উৎসবমুখর কার্যক্রম থেকে বিরত থাকতে বলেন। বরং জন্মদিন উপলক্ষে ভালো কাজ, মানবিক সহায়তা, দোয়া ও নীরব শুভেচ্ছা প্রদানের আহ্বান জানান তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন। মাত্র ২২ বছর বয়সে গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে ভূমিকা রাখা থেকে শুরু করে ২০০১ সালের জাতীয় নির্বাচনে সক্রিয় প্রচারণায় যুক্ত থাকা এই সবকিছুই তাকে দ্রুত কেন্দ্রীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। পরবর্তী সময়ে তিনি ২০১৬ সালের কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১৮ সালে খালেদা জিয়ার কারাবরণের পর দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
২০০৮ সালে এক-এগারো রাজনৈতিক অস্থিরতার সময় লন্ডনে যাওয়ার পর থেকে তিনি সপরিবারে সেখানে অবস্থান করছেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার দেশে ফেরার সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন তিনি খুব শিগগির দেশে ফিরে সরাসরি প্রচারণায় অংশ নেবেন। এমনকি তার নিরাপত্তা ও নির্বাচনি যাতায়াতের জন্য বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমতিও পাওয়া গেছে।
তারেক রহমানের জন্মদিনে আনুষ্ঠানিক আয়োজন সীমিত থাকলেও নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা, শুভেচ্ছাবার্তা এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আশাবাদের কারণে দিনটি অন্যরকম তাৎপর্য বহন করছে। নীরব উদযাপন হলেও আশা ও সম্ভাবনার বার্তায় দিনটি দলজুড়ে একটি প্রতীকি গুরুত্ব তৈরি করেছে।
সময় যতই ঘনিয়ে আসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে তারেক রহমানের ভূমিকা, প্রত্যাবর্তনের সম্ভাবনা এবং দলের ভেতরে নতুন প্রত্যাশা আরও স্পষ্ট হয়ে উঠছে। জন্মদিনে আনুষ্ঠানিকতা সীমিত রাখলেও, বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় তাঁর সিদ্ধান্ত ও উপস্থিতি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এ নিয়ে সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও আলোচনার শেষ নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE