ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

রায়ের পর জনমনে কৌতূহল: দুই প্রাক্তন নেতার সম্পদ কত?

২০২৫ নভেম্বর ১৮ ১৬:৫৪:৫৫

রায়ের পর জনমনে কৌতূহল: দুই প্রাক্তন নেতার সম্পদ কত?

নিজস্ব প্রতিবেদক :জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেশে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হবে। এই রায়ের পর জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে, দেশের দুই প্রাক্তন শীর্ষ নেতা কত পরিমাণ সম্পদের মালিক।

বুধবার প্রকাশিত নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে এবং আসাদুজ্জামান খান ঢাকা-১২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাদের দেওয়া হলফনামা অনুযায়ী, শেখ হাসিনার নিজের নামে মোট ৪ কোটি ৩৪ লাখ টাকার সম্পদ রয়েছে।

এতে নগদ অর্থ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত, তিনটি মোটরগাড়ি, মূল্যবান ধাতু এবং আসবাবপত্রসহ কৃষিজমি ও ঢাকার পূর্বাচলে একটি প্লট অন্তর্ভুক্ত। টুঙ্গিপাড়া ও অন্যান্য এলাকায় তার আংশিক জমি ও তিনতলা ভবনও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সম্পদের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ২৫ লাখ টাকা। তার সম্পদে নগদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বন্ড ও শেয়ার, স্থায়ী আমানত, মোটরগাড়ি, ইলেকট্রনিক সরঞ্জাম, আসবাবপত্র এবং ব্যবসার মূলধন অন্তর্ভুক্ত। এছাড়া তার নামে ১৭১ শতাংশ কৃষিজমি ও কিছু অকৃষি জমি রয়েছে। দুই নেতার হলফনামা অনুযায়ী, তাদের হাতে থাকা স্বর্ণের পরিমাণও উল্লেখযোগ্য।

এই তথ্য প্রকাশের পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা উল্লেখ করেছেন, রায় ঘোষণার পর বাজেয়াপ্ত সম্পদের প্রকৃত পরিমাণ ও তার ব্যবহার নিয়ে আগামীতে নতুন বিতর্ক তৈরি হতে পারে। জনগণের মধ্যে আরও কৌতূহল সৃষ্টি হয়েছে, কারণ দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত সম্পদের পরিধি ও বাজেয়াপ্তির প্রক্রিয়া এখন সবচেয়ে আলোচিত বিষয়।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত