ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
আজ স্পেন বনাম তুরস্কের ফুটবল ম্যাচ: সম্ভাব্য একাদশ-সময়সূচি
সরকার ফারাবী: আজ রাত ১টায় স্পেন ও তুরস্ক মুখোমুখি হতে যাচ্ছে সেভিলার বিখ্যাত এস্তাদিও লা কার্তুজা স্টেডিয়ামে (Estadio La Cartuja)। এই ম্যাচে জিততে পারলেই ২০২৬ বিশ্বকাপের আসন প্রায় নিশ্চিত হয়ে যাবে লা রোজার।
গ্রুপ ‘ই’-তে তুরস্কের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে স্পেন, এবং গোল ব্যবধানেও তারা সুস্পষ্টভাবে এগিয়ে। ফলে ম্যাচের আগেই তাদের অবস্থান অত্যন্ত সুবিধাজনক অবস্থানে আছে বলা চলে।
স্পেনের বর্তমান পরিস্থিতি
যদিও আনুষ্ঠানিকভাবে এখনো বিশ্বকাপ নিশ্চিত নয়, তবুও পারফরম্যান্স দেখে স্পেনের যোগ্যতা অর্জন প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছে। লুইস দে লা ফুয়েন্তের দল বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচে পাঁচ জয়ে দুর্দান্ত যাত্রা করেছে। এ সময়ে তারা ১৯ গোল করেছে এবং একটিও গোল হজম করেনি।
শনিবার জর্জিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের মাধ্যমে স্পেন শুধু গ্রুপের শীর্ষস্থান মজবুত করেনি, বরং জাতীয় দল হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে।
ম্যাচটিতে মিকাইল ওয়েয়ারজাবাল তার ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক ম্যাচটি উদযাপন করেন জোড়া গোল করে। এছাড়া লক্ষ্যভেদ করেন আর্টেটার আর্সেনালের মিডফিল্ডার মার্টিন জুবীমেন্দি এবং বার্সেলোনার ফরোয়ার্ড ফেরান টোরেস।
স্পেনের জন্য মূল পর্ব নিশ্চিত করতে হলে শুধু সাত গোলের বিশাল ব্যবধানে হার এড়ালেই যথেষ্ট। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় জয় নিয়েই বাছাইপর্ব শেষ করতে চায় তারা। বিশেষ করে তুর্কিদের বিপক্ষে তাদের শেষ চার ম্যাচের সবগুলোতেই জয় এসেছে সেপ্টেম্বরে ইস্তাম্বুলে ৬-০ গোলের বড় জয় তারই প্রমাণ।
তুরস্কের অবস্থা ও সাম্প্রতিক পারফরম্যান্স
বাছাইপর্বে স্পেনের কাছে বড় ব্যবধানে হার ছিল তুরস্কের একমাত্র হতাশা। বাকি সময়ে তারা জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে হোম ও অ্যাওয়ে ধারাবাহিকভাবে জিতে সেরা দুই দলের মধ্যে জায়গা নিশ্চিত করেছে।
শনিবার বুলগেরিয়াকে ২-০ গোলে হারানোর ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন দলের বড় তারকা হাকান চাহানোগলু।
২০০২ সালে বিশ্বকাপে তৃতীয় স্থান লাভের পর এবারই প্রথমবার বিশ্বকাপে ফিরতে চায় তুরস্ক। বাস্তবতায় তাদের প্লে–অফ খেলেই মূল পর্বে টিকিট নিশ্চিত করতে হবে, তবে তারা আশাবাদী ২০২৩ সালের মার্চে স্কটল্যান্ডকে যেমন হারিয়েছিল, তেমনি এবার স্পেনের অপরাজিত পথও থামাতে চায় তারা।
তবে ইতিহাস তাদের পাশে নেই। শেষ নয়টি মুখোমুখি লড়াইয়ের একবারও স্পেনকে হারাতে পারেনি তুরস্ক স্পেনের জয় ৬টি, তিনটি ড্র।
ফর্ম গাইড (ইউরোপীয় বাছাইপর্ব)
স্পেন: জয়, জয়, জয়, জয়, জয়
তুরস্ক: জয়, হার, জয়, জয়, জয়
সর্বশেষ ফর্ম (সব প্রতিযোগিতা)
স্পেন: ড্র, জয়, জয়, জয়, জয়, জয়
তুরস্ক: হার, জয়, হার, জয়, জয়, জয়
টিম নিউজ
স্পেন
ইনজুরিতে মাঠের বাইরে পেদ্রি, রদ্রি, দানি কারভাহাল ও তরুণ প্রতিভা লামিন ইয়ামাল। ডিন হুইজেন কুঁচকির সমস্যায় খেলবেন কি না তা অনিশ্চিত। আক্রমণভাগে কাউকে বিশ্রাম দিলে সুযোগ পেতে পারেন ইয়েরেমি পিনো। দুর্দান্ত ফর্মে থাকা ওয়েয়ারজাবাল দেশের হয়ে শেষ আট ম্যাচে আট গোল করেছেন।
তুরস্ক
ইসমাইল ইউকসেক নিষেধাজ্ঞায় নেই। কান আয়হান ইনজুরিতে সন্দেহজনক। বারদাকচি ও আকতুর্কোগলু ইনজুরি কাটিয়ে উঠতে চেষ্টা করছেন।
সম্ভাব্য একাদশ
স্পেন:সিমন; পোরো, কুবরসি, লাপোর্তে, কুকুরেলা; মেরিনো, জুবীমেন্দি, রুইজ; টোরেস, পিনো, ওয়েয়ারজাবাল
তুরস্ক:চকির; চেলিক, ডেমিরাল, বারদাকচি, কাদিওলু; চাহানোগলু, কোকু; আইদিন, গুলার, ইলদিজ; আকতুর্কোগলু
সম্ভাব্য ফলাফল
স্পেন ৩-০ তুরস্কবাছাইপর্বে স্পেন ছিল সবচেয়ে ধারাবাহিক দল। সেপ্টেম্বরে তুরস্ককে ৬-০ ব্যবধানে হারানোর পরও তাদের ফর্ম বজায় আছে। সব হিসেবেই স্পেনের বড় জয়ের সম্ভাবনাই বেশি।।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)