ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে রায় পাঠ শুরু
নিজস্ব প্রতিবেদক :জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আনুষ্ঠানিকভাবে পড়া শুরু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় পড়া শুরু করেন। আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রসিকিউশনের অন্যান্য সদস্যরা।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশন এই মামলায় ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার বিশাল অভিযোগপত্র জমা দিয়েছে—যার মধ্যে রয়েছে দুই হাজার ১৮ পৃষ্ঠার তথ্যসূত্র, চার হাজার পাঁচ পৃষ্ঠার জব্দতালিকা–দালিলিক প্রমাণ এবং দুই হাজার ৭২৪ পৃষ্ঠার শহীদদের তালিকার বিবরণ।
তদন্ত প্রতিবেদনে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো—২০২৪ সালের জুলাই–আগস্টের গণআন্দোলনের সময় শেখ হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক, পদ্ধতিগত এবং নির্মম দমনপীড়নের সরাসরি নির্দেশ দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, তার নির্দেশেই রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী লীগ–যুবলীগ–ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডাররা দেশজুড়ে গণহত্যা, খুন এবং নির্যাতন চালায়। এতে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং ২৫ হাজারের বেশি আহত, অঙ্গহানি ও বর্বর নির্যাতনের শিকার হন।
সবচেয়ে নৃশংস অভিযোগগুলোর একটি হলো ৫ আগস্টের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা ও পরে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা—যেখানে একজনকে জীবন্ত অবস্থায় আগুনে নিক্ষেপ করা হয়। তদন্তে এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবেও শেখ হাসিনা, কামাল এবং মামুনকে চিহ্নিত করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের এসব অভিযোগের ভিত্তিতেই শুরু হলো ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এ রায়ের পাঠ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল