ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীতে উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

২০২৫ নভেম্বর ১৬ ২২:০০:৫০

রাজধানীতে উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আজ রাত ৯টার দিকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি।”

ওসি জানান, “সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তদন্ত চলছে, দ্রুত বিস্তারিত তথ্য জানানো হবে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত