ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

ইসি আনোয়ারুল

নির্বাচন আয়োজনে কারো কাছে নতজানু হবে না ইসি

২০২৫ নভেম্বর ১৬ ১৮:৩৬:৪৩

নির্বাচন আয়োজনে কারো কাছে নতজানু হবে না ইসি

নিজস্ব প্রতিবেদক: অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন কোনো চাপের কাছে মাথানত করবে না এ কথা স্পষ্ট করে জানালেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তার মতে, একটি ভালো নির্বাচন নিশ্চিত করা এখন ইসির জন্য একমাত্র পথ।

রোববার নির্বাচন ভবনে ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দিনের প্রথম ধাপের সংলাপে তিনি এ মন্তব্য করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা নতজানু হবো না। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, আমরা করছি। ভালো নির্বাচন করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।” রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, “পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে দলগুলোকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। ভোটের আগের দিন হঠাৎ করে তালিকা করলে সঠিকভাবে কাজ হয় না।”

এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি। দলগুলো কমিশনকে অনুরোধ করে কোনো অদৃশ্য শক্তি বা অনিয়মের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা পালন করতে।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দলগুলোর বক্তব্যের জবাবে বলেন, “আমরা সবাই মিলে কাজ করলে একটি সফল নির্বাচন আয়োজন সম্ভব হবে। সুষ্ঠু নির্বাচনই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, কোনো আসনে একক প্রার্থী থাকলে সেখানেই শুধু ‘না’ ভোট গ্রহণ করা হবে। আর নির্বাচিত হওয়ার পর কোনো প্রার্থীর হলফনামায় অসংগতি ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়ার বিধানও রাখা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত