ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাজ্যের ভিসা নিয়ে সতর্ক করল ব্রিটিশ হাইক‌মিশন

২০২৫ নভেম্বর ১৬ ১৭:১১:৪২

যুক্তরাজ্যের ভিসা নিয়ে সতর্ক করল ব্রিটিশ হাইক‌মিশন

নিজস্ব প্রতিবেদক: রোববার ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন নাগরিকদের সতর্ক করেছেন যে, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইটিএ (ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন) কখনোই ১০০% গ্যারান্টিযুক্ত নয়।

হাইক‌মিশনের বার্তায় বলা হয়েছে, যারা ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দেওয়ার দাবি করছে, তাদের বিরুদ্ধে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এমন দাবি করা ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতারণার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রাখে।

বার্তায় আরও জানানো হয়েছে, ভিসা আবেদন ও মূল্যায়ন সম্পূর্ণ সরকারি প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারের প্রক্রিয়াকে পাশ কাটিয়ে বিশেষ প্রভাব বা নিশ্চয়তা দিতে পারে না।

নাগরিকদের ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিসা সংক্রান্ত সঠিক নির্দেশিকা ও যাচাই-বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত