ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

চীনের শিনজিয়াং সীমান্তে মিলল বিশাল স্বর্ণখনি

২০২৫ নভেম্বর ১৫ ১৮:৪৯:২২

চীনের শিনজিয়াং সীমান্তে মিলল বিশাল স্বর্ণখনি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের শিনজিয়াং অঞ্চলের সীমান্তবর্তী কুনলুন পর্বতমালায় বিশাল স্বর্ণভাণ্ডারের সন্ধান মিলেছে, যা দেশটির ভূতাত্ত্বিক গবেষণায় সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে।

চীনের সরকারি ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সর্বশেষ অনুসন্ধানে জানা গেছে—পর্বতশৃঙ্গের নিচে থাকা এই নতুন খনিতে স্বর্ণের মজুত এক হাজার টনেরও বেশি হতে পারে।

৪ নভেম্বর প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে কাশগর জিওলজিক্যাল টিমের সিনিয়র ইঞ্জিনিয়ার হে ফুবাও জানান, পশ্চিম কুনলুন এলাকায় বিশাল আকারের একটি স্বর্ণবেল্টের অস্তিত্ব এখন স্পষ্টতই ধরা পড়ছে।

গত এক বছরে এর আগে আরও দুইবার হাজার টনের বেশি স্বর্ণ মজুত রয়েছে এমন নতুন খনির সন্ধান পেয়েছে চীন—একটি লিয়াওনিং প্রদেশে এবং আরেকটি হুনান প্রদেশে।

আন্তর্জাতিক খনি ও খনিজ বিশেষজ্ঞদের হিসাবে বর্তমানে চীনে উত্তোলনের অপেক্ষায় থাকা স্বর্ণের মোট পরিমাণ প্রায় তিন হাজার টন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত