ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

শিক্ষকদের দাবিদাওয়া নির্বাচনের আগেই মেনে নেওয়া জরুরি: নুর

২০২৫ নভেম্বর ১৪ ১৮:৫৭:৫২

শিক্ষকদের দাবিদাওয়া নির্বাচনের আগেই মেনে নেওয়া জরুরি: নুর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আগে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আয়োজিত প্রতিনিধি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। সমাবেশের সভাপতিত্ব করেন দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী।

নুর বলেন, সরকারের মেয়াদের শেষ প্রান্ত চলছে। দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল নিয়ে আলোচনা হয়েছে, তাই আশা করছি সরকার একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য বেতন কাঠামোই উপহার দেবে। বিশেষ করে শিক্ষকদের দাবিদাওয়া নির্বাচনের আগেই মেনে নেওয়া অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, রাষ্ট্রকে সুশৃঙ্খল পথে ফেরাতে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের অবস্থার উন্নয়ন অপরিহার্য। বেতন বৈষম্যের বিষয়টি এখনই সমাধান করা উচিত—যেখানে একজন পান ৮ হাজার আর আরেকজন ৭০ হাজার, এ ধরনের বৈষম্য চলতে পারে না।

সমাবেশে দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. লুৎফর রহমান জানান, ৩০ নভেম্বরের মধ্যে পে-কমিশনের প্রতিবেদন জমা না হলে ১ ডিসেম্বর থেকে তারা রাজপথে নামবেন। এছাড়া ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিও জানান তিনি।

বক্তারা বলেন, নবম পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে। ১:৪ কাঠামো, ১২ গ্রেড এবং সর্বনিম্ন ৩৫ হাজার টাকা মূল বেতন নিশ্চিত করে ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেল গেজেট আকারে বাস্তবায়ন করতে হবে।

তারা সতর্ক করে বলেন, নির্বাচন পূর্বে পে-স্কেল গেজেট প্রকাশ বাস্তবায়ন না হলে তারা কেউই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবেন না।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত