ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
এবার নিউইয়র্কে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান
ডুয়া ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নথিবিহীন অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার একটি বিলে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকে দেশটির বিভিন্ন রাজ্যে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। এবার নিউইয়র্কে নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে নিউইয়র্ক পুলিশ ও বিভিন্ন ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে ৩০ জনের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা সবাই নিউইয়র্ক সিটির বাসিন্দা। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যে প্রচুর বাংলাদেশি অভিবাসী বাস করেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের প্রায় ৭০ শতাংশ এখানে রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট হয়নি।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানান, "আজ সকাল থেকে আমরা নিউইয়র্ক সিটিতে অভিযান শুরু করেছি। শহরের প্রতিটি সড়ক পরিষ্কার করে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমাদের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের জনগণের জন্য দেশের প্রতিটি সড়ক নিরাপদ করা হবে।"
প্রশাসন সূত্রে জানা গেছে, নিউইয়র্ক পুলিশ, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন (এইচএসআই), ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই), ইউএস সিক্রেট সার্ভিস, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিএসএ) এবং ইউএস মার্শালসহ যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিবাসী অধ্যুষিত এলাকায় ব্যাপক অভিযান চলছে এবং অনেক বাড়িতে প্রবেশ করে গ্রেপ্তার করা হচ্ছে।
গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর ২০ জানুয়ারি শপথ নেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের দিনেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। এরপর থেকেই এ অভিযান শুরু হয়। ইতোমধ্যে টেক্সাস ও নিউজার্সি অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, কমপক্ষে ১ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার ও ফেরত পাঠানোর লক্ষ্যে অভিযানটি চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল