ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

নির্বাচনের বাধা দেওয়ার জন্যই সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

২০২৫ নভেম্বর ১২ ২০:২৯:৩১

নির্বাচনের বাধা দেওয়ার জন্যই সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের চলমান পরিস্থিতি নিয়ে বলেছেন, দেশে যেটা সংকট তৈরি করা হয়েছে, তা অপ্রয়োজনীয় এবং কোনো বাস্তব প্রয়োজন ছিল না। তিনি মনে করেন, এই সংকট উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। এই দিনের ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন। তিনি জাতীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, অপ্রয়োজনীয় এই সংকটের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম করতে হবে।

মহাসচিব আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্বাচনের বাধা দেওয়ার জন্যই এই সংকট সৃষ্টি করা হয়েছে, যা জনগণের ভবিষ্যৎকে অনিশ্চিত অবস্থায় ফেলছে। তিনি সব রাজনৈতিক শক্তিকে একমত হয়ে চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামী সহকারী মহাসচিব এহসান মাহবুব জুবায়ের, গণফোরামের সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী এবং জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

আলোচনা সভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার-বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাত্তার পাটোয়ারী।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ