ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

আসিফের মন্তব্যের প্রতিবাদে জাতীয় স্টেডিয়ামে মৌন মিছিল

২০২৫ নভেম্বর ১২ ১৪:৫৭:৩৪

আসিফের মন্তব্যের প্রতিবাদে জাতীয় স্টেডিয়ামে মৌন মিছিল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের ১০ নভেম্বর অনুষ্ঠিত ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পর থেকে ফুটবলাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরপরের দিন, ১১ নভেম্বর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর চিঠি পাঠান।

আজ সকালে জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফ আকবরের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে প্রতিবাদী মৌন মিছিল করেন। জাতীয় দলের সাবেক ও বর্তমানে আবাহনীর কোচ মারুফুল হক মিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে শুরু হয়ে প্রেস ক্লাব প্রদক্ষিণ শেষে আবার স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

মিছিলে বক্তব্য রাখার সময় মারুফুল হক বলেন, “আমাদের শান্তিপূর্ণ মৌন প্রতিবাদ প্রমাণ করবে আমরা ভদ্র। তবে যদি তিন দিনের মধ্যে আসিফ আকবর কোনো পদক্ষেপ না নেন, আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করব।” আসিফ আকবরের বক্তব্য ছিল, “ফুটবলারদের ব্যবহার খারাপ।”

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, “গতকাল তিনি মিডিয়ায় নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি সরাসরি বলেছেন ফুটবলারদের ব্যবহার খারাপ। বর্তমান ও সাবেক ফুটবলাররা তীব্র নিন্দা জানাচ্ছে। ক্ষমা না চাওয়ার ক্ষেত্রে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।”

মিছিলে অংশ নেন সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, মোহামেডানের কোচ আলফাজ আহমেদ, ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন, গোলাম গাউস, সাইফুর রহমানসহ প্রায় শতাধিক ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি। আবাহনীর ম্যানেজার ও বাফুফের সিনিয়র সদস্য সত্যজিত দাশ রুপু আংশিকভাবে মিছিলে উপস্থিত ছিলেন।

দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের পক্ষ থেকেও ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়া হয়। ব্যানারে লেখা ছিল, “ক্রিকেট, ফুটবল, হকি সব ভাই ভাইয়ের সম্পর্ককে করেছে বৈরী। সকল খেলাই এক সুর এক প্রাণ। সব খেলাকেই করবো মনে প্রাণে সম্মান।” মোহামেডান ছাড়াও রহমতগঞ্জ ক্লাব, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামসহ আরও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত