ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

রাজধানীতে বাসে আবারও আ’গুন

২০২৫ নভেম্বর ১১ ২০:১৭:৫৩

রাজধানীতে বাসে আবারও আ’গুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগের দিন, সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় রাইদা পরিবহনের একটি বাসেও একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত একটার দিকে হঠাৎ করে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির আসন ও ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের উৎস অনুসন্ধান চলছে। পরপর দুই দিনে দুই স্থানে বাসে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ