ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
দিল্লির বি’স্ফোরণের পর ইসলামাবাদেও মৃ’ত্যু ও ধ্বং’স
আন্তর্জাতিক ডেস্ক:ভারতের রাজধানী দিল্লিতে সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের পরই পাকিস্তানে জোড়া হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ইসলামাবাদে জেলা আদালতের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যা পুরো এলাকাকে কেঁপে তুলেছে। স্থানীয়দের বরাতে জানা গেছে, বিস্ফোরণের শব্দ অনেক দূর পর্যন্ত শোনা গেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা ডন জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানি সেনাদের কনভয়েও হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৬ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। হামলার নেপথ্যে কারা আছে, তা এখনও নিশ্চিত নয়। পুলিশ বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছে এবং ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে। জানা গেছে, ইসলামাবাদে জেলা আদালতের প্রবেশের মুখেই বিস্ফোরণ ঘটেছে।
খাইবার পাখতুনখোয়ার কনভয় হামলার সময় পাকিস্তানি সেনা বাহিনী এবং ফ্রন্টিয়ার কোরের সদস্যরা ডেরা ইসমাইল খানের লোনি পোস্ট থেকে ফিরছিলেন। একই প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কলেজের গেটেও আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে, যেখানে ছয়জন আহত হন। স্থানীয় নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, এই হামলার নেপথ্যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিরা রয়েছে।
টিটিপি বর্তমানে পাকিস্তানের সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর তাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। দেশজুড়ে বিভিন্ন হামলা ও বিস্ফোরণের দায় তারা স্বীকার করেছে। পাকিস্তানের অভিযোগ, অনেক টিটিপি নেতা আফগানিস্তানে তালিবানের আশ্রয় নিচ্ছেন, যদিও আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। খাইবার পাখতুনখোয়ায় টিটিপি গোষ্ঠীর বিরুদ্ধে বারবার হামলার ঘটনা ঘটছে, মাঝে মধ্যে পাক সেনার সঙ্গে গুলির লড়াইও চলছে। সম্প্রতি একই প্রদেশে একটি বিস্ফোরণে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছিল, তবে সোমবারের ঘটনা ও তার সম্পর্ক এখনও স্পষ্ট হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা