ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
লাল কেল্লায় গাড়ি বিস্ফোরণ, দিল্লিতে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক :দিল্লির লাল কেল্লার কাছে সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। এই বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছেন। তবে বিস্ফোরণের পেছনে নাশকতার উদ্দেশ্য ছিল কি না এবং লক্ষ্যবস্তু কারা ছিলেন—এ সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে, এবং তদন্তকারীরা বিস্ফোরণের কারণ, গাড়িটির মালিকানা ও সংশ্লিষ্টতার দিকগুলো খতিয়ে দেখছেন।
এই পরিস্থিতিতে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, তিনদিনের জন্য লাল কেল্লা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে বিস্ফোরণস্থলের কাছে জনসমাগম কমানো যায় এবং নিরাপত্তা ঝুঁকি হ্রাস করা সম্ভব হয়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বিস্ফোরণ ঘটার পর থেকে লাল কেল্লার আশেপাশের এলাকা পুরোপুরি তল্লাশি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকাল ১১টায় একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক ডেকেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক, জাতীয় তদন্ত সংস্থার মহাপরিচালক এবং দিল্লি পুলিশের কমিশনার। বৈঠকে বিস্ফোরণের কারণ, তদন্তের অগ্রগতি এবং ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অমিত শাহ পূর্বে বিস্ফোরণস্থল পরিদর্শনকালে জানিয়েছেন, “সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে” এবং তিনি সংশ্লিষ্ট সকল নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সতর্কতা জোরদার রাখতে।
এর পাশাপাশি, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দিল্লি উত্তরের ডিসিপি রাজা বাঁথিয়া জানিয়েছেন, আনল’ফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট (ইউএপিএ) এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে দুর্ঘটনার পেছনের পরিকল্পনা ও যুক্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে উদ্ধারকর্মীরা বিস্ফোরণের ক্ষতি এবং মৃত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছেন।
এই ঘটনায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী লাল কেল্লার আশেপাশে এবং দিল্লির অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও নজরদারি জোরদার করেছে। দেশজুড়ে সকল নিরাপত্তা সংস্থাকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায় এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ