ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
গা’জায় মানবিক ত্রাণে বাধা দিচ্ছে ই’সরায়েল: জাতিসংঘের ক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক :যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পার হলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে নানা বাধার মুখে পড়ছে জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো। ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞা, সীমিত প্রবেশপথ ও প্রশাসনিক জটিলতার কারণে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১১ নভেম্বর) তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য উদ্ধৃত করে সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, যুদ্ধবিরতির পরও গাজায় মানবিক সহায়তা পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ‘ত্রাণ কার্যক্রম বাড়ানোর প্রচেষ্টা নানা জটিল প্রক্রিয়া, মানবিক সংস্থাগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা, সীমিত প্রবেশপথ ও অনিরাপদ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে,’ বলেন তিনি।
জাতিসংঘের মুখপাত্র আরও জানান, গাজার কিছু এলাকায় এখনো প্রতিবার যাতায়াতের আগে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। গত সপ্তাহে আটবার ত্রাণ পাঠানোর চেষ্টা করা হলেও, ইসরায়েল কেবল দুটি ক্ষেত্রেই সম্পূর্ণ অনুমোদন দিয়েছে। বাকিগুলো বাধাগ্রস্ত হয়, এমনকি এক ক্ষেত্রে অনুমতির জন্য দলটিকে ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল।
ফারহান হক বলেন, “চলমান প্রতিবন্ধকতার মধ্যেও আমরা সব সুযোগ কাজে লাগিয়ে সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু সীমান্তপথ না খুললে কার্যকরভাবে ত্রাণ পৌঁছানো সম্ভব নয়।” তিনি অভিযোগ করেন, “সমস্যার মূল উৎস ইসরায়েলই। আমরা বারবার অনুরোধ করছি যেন আরও প্রবেশপথ খোলা হয়, কিন্তু এখনো তারা সে পদক্ষেপ নেয়নি।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন। অবরুদ্ধ গাজার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে, যেখানে খাদ্য, পানি ও চিকিৎসা সামগ্রী সংকট এখন চরমে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল