ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
লোকসানের বেড়াজাল ভাঙার খবরে ‘নো ডিভিডেন্ড’-এর শেয়ারে বাজিমাত
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছর-এর জন্য কোন ডিভিডেন্ড দেয়নি। তবে, টানা তিন অর্থবছর লোকসানের বেড়াজাল থেকে বেরিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৩৬৩ কোটি ৭০ লাখ টাকা নিট মুনাফায় ফেরার খবরকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ারদর আজ শেয়ারবাজারে বড় পতনের দিনেও ১৩.১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির শেয়ার ৩১ টাকা ৯০ পয়সায় ক্লোজ হয়েছে, যা আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় শীর্ষ স্থান দখল করেছে। এদিন কোম্পানিটির ২০ লাখ ২২ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে, যার মাধ্যমে ডিএসইতে আজ কোম্পানিটি লেনদেন বৃদ্ধির শীর্ষ তালিকায়ও নবম স্থানে উঠে এসেছে।
টানা তিন অর্থবছর লোকসানের কারণে কোম্পানি কর্তৃপক্ষ আগের বছরের ধারাবাহিকতায় বিনিয়োগকারীদের এবছরও ডিভিডেন্ড বঞ্চিত করেছে। ২০২৪-২৫ অর্থবছরে পাওয়ার গ্রিডের কর পরবর্তী নিট লোকসান হয়েছে ২১০ কোটি ১৭ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৪৫৭ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ, সর্বশেষ অর্থবছরে আগের দুই অর্থবছর-এর চেয়ে লোকসানের পরিমাণ কমলেও, লোকসান বজায় ছিল।
তবে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৬৩ কোটি ৭০ লাখ টাকা। আগের অর্থবছরে একই সময়ে যেখানে নিট লোকসান হয়েছিল ২৫৬ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ, প্রথম প্রান্তিকে কোম্পানিটি দীর্ঘ তিন বছরের লোকসানের বেড়াজাল থেকে বেরিয়ে বড় মুনাফা অর্জনে সক্ষম হয়েছে।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানত দুটি কারণে এই মুনাফায় বড় উল্লোফন হয়েছে: প্রথমত, আলোচিত তিন মাসে ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ বাবদ আয় ৯৭ কোটি ৩৫ লাখ টাকা বৃদ্ধি হওয়া এবং দ্বিতীয়ত, ৫২২ কোটি ৭২ লাখ টাকা বড় অংকের ব্যয় কমানো।
প্রচলিত নিয়ম অনুযায়ী, আজ ডিভিডেন্ড ঘোষণার কারণে কোম্পানিটির শেয়ারদর ওঠা-নামার ক্ষেত্রে সার্কিট ব্রেকার উন্মুক্ত ছিল। প্রথম প্রান্তিকের ওই বড় মুনাফাকে কেন্দ্র করে লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে কোম্পানির শেয়ারদর ৪ টাকা ৮০ পয়সা বা ১৭ শতাংশ বেড়ে ৩৩ টাকায় লেনদেন হতে দেখা যায়। তবে শেষ বেলায় দাম কিছুটা কমে ১৩.১২ শতাংশে স্থির হয়। আগেরদিন লেনদেন শেষে কোম্পানির শেয়ারদর ছিল ২৮ টাকা ২০ পয়সা। আর আজ ক্লোজিং হয়েছে ৩১ টাকা ৯০ পয়সায়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল