ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

৪০ লাখ শেয়ার সন্তানদের উপহার দিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক

২০২৫ নভেম্বর ১০ ১৫:৩৫:৪৬

৪০ লাখ শেয়ার সন্তানদের উপহার দিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট কোম্পানি লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল কোম্পানির ৪০ লাখ শেয়ার তাঁর দুই সন্তানের কাছে হস্তান্তর সম্পন্ন করেছেন।

আজ সোমবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মোহাম্মদ আলমাস শিমুল এক্সচেঞ্জের ট্রেডিং ব্যবস্থার বাইরে উপহার হিসেবে এই বিপুল সংখ্যক শেয়ার হস্তান্তর করেছেন। এর মধ্যে তার পুত্র সাইহাম সাদিক পিয়াল পেয়েছেন ২০,০০,০০০ (বিশ লক্ষ) শেয়ার এবং কন্যা শোভা সোহা পেয়েছেন ২০,০০,০০০ (বিশ লক্ষ) শেয়ার। তার এই দুই সন্তান পূর্বে থেকেই কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার হিসেবে তালিকাভুক্ত।

উল্লেখ্য, গত ২৮.১০.২০২৫ তারিখে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃক দেওয়া ঘোষণার ভিত্তিতে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, উদ্যোক্তা পরিচালকের এই ধরনের পারিবারিক হস্তান্তর সাধারণত কোম্পানির দীর্ঘমেয়াদি মালিকানা কাঠামোতে তাৎক্ষণিক বড় কোনো প্রভাব ফেলে না, তবে এটি পারিবারিক ব্যাবসার উত্তরাধিকার পরিকল্পনা এবং শেয়ারহোল্ডিং প্যাটার্নে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে। এই হস্তান্তরের ফলে আলমাস শিমুলের ব্যক্তিগত শেয়ারের পরিমাণ কমলেও, তাঁর পরিবার সংশ্লিষ্ট শেয়ারের সম্মিলিত পরিমাণ অপরিবর্তিত থাকছে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত