ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

বিএনপি-জামায়াতের প্রস্তাব ফিরিয়ে দিল এনসিপি

২০২৫ নভেম্বর ০৯ ১৬:০৭:০২

বিএনপি-জামায়াতের প্রস্তাব ফিরিয়ে দিল এনসিপি

মো: আবু তাহের নয়ন:নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের পর থেকেই বিএনপি ও জামায়াত—উভয় দলই আসন্ন নির্বাচনে এনসিপিকে জোটে আনতে আগ্রহী হয়ে উঠেছে। জানা গেছে, দুদলের পক্ষ থেকেই পর্দার আড়ালে এনসিপির সঙ্গে যোগাযোগ চলছে।

তবে এমন জোটে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এনসিপির। বরং দলটি দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে—যে ফলই আসুক, তারা আসন্ন নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এনসিপির মতে, বড় দলের ছায়াতলে গিয়ে রাজনৈতিক স্বাতন্ত্র্য হারানোর নজির বাংলাদেশে নতুন নয়। জাসদ নেতা হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের পরিণতি তার বড় উদাহরণ। এক সময় জনপ্রিয় বামপন্থি এই দুই নেতা আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধার পর নিজেদের দলীয় পরিচয় হারান, এবং গত ১৫ বছর ধরে তারা ক্ষমতাসীন দলের প্রশংসায় ব্যস্ত থেকেছেন। এখন তাদের দলগুলো রাজনৈতিকভাবে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।

এনসিপির শীর্ষ নেতারা জানিয়েছেন, তারা সেই একই ভুল করতে চান না। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটের বদলে যুগোপযোগী রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নিজেদের শক্ত ভিত গড়ে তুলতে চান তারা।

বিএনপির এক নেতার বাসায় সম্প্রতি এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেন। সেখানে বিএনপির পক্ষ থেকে ৮ থেকে ১০টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও এনসিপি নেতারা তা প্রত্যাখ্যান করেন। বৈঠকে উপস্থিত এক নেতা জানান, "যখন কোনো ছোট দল বড় দলে যোগ দেয়, তখন তাদের নিজস্ব মতাদর্শ হারিয়ে যায়।"

ইনু-মেননের প্রসঙ্গ টেনে ওই নেতা বলেন, “ফ্যাসিস্ট হাসিনার দোসর ইনু-মেননের দলগুলো তার প্রমাণ। ক্ষমতার রাজনীতিতে তারা জনগণের কাছে আওয়ামী লীগের অনুগত ও গৃহপালিত দলে পরিণত হয়েছে। এনসিপি সেই পথে হাঁটবে না।”

সূত্রমতে, বিএনপি ও জামায়াত উভয় দলই এনসিপিকে জুলাই অভ্যুত্থানের ধারাবাহিক শক্তি হিসেবে নিজেদের পাশে পেতে চায়। তবে এনসিপি স্পষ্টভাবে জানিয়েছে—তারা কোনো জোটে না গিয়ে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রেখেই ভবিষ্যতের পথে এগোবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত