ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

দশম গ্রেডের দাবিতে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

২০২৫ নভেম্বর ০৮ ২৩:০২:০৮

দশম গ্রেডের দাবিতে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ৯ নভেম্বর, রোববার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে বিকেলে শাহবাগে অবস্থান নিতে গেলে পুলিশ আন্দোলনরত শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। এই ঘটনায় কয়েকজন শিক্ষক ও সাংবাদিক আহত হন। পুলিশি বাধার মুখে শিক্ষকরা পরে শহীদ মিনারে গিয়ে জড়ো হন এবং সেখান থেকেই সারা দেশে কর্মবিরতির চূড়ান্ত ঘোষণা দেন। শিক্ষক নেতারা স্পষ্ট জানিয়েছেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং কেউ ঘরে ফিরবেন না। তারা আগামী দিনে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন।

শনিবার সকাল থেকেই ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন। সংগঠনটির নেতারা জানান, সরকারের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেও তাদের দাবি পূরণে কোনো অগ্রগতি হয়নি, তাই এবার রাজপথেই দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শিক্ষকদের এই তিন দফা দাবিগুলো হলো:

১. সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা।

২. চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা।

৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডের শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। কিন্তু এতে সহকারী শিক্ষকরা অসন্তুষ্ট হন, কারণ তাদের দাবি দশম গ্রেড। তাদের ভাষ্য, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, নার্স, কৃষি কর্মকর্তা, পুলিশের সাব-ইন্সপেক্টর এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক বা সমমানের ডিগ্রি নিয়েই দশম গ্রেড পান, অথচ প্রাথমিকের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রির পাশাপাশি সিএনএড, বিপিএড বা বিটিপিটি কোর্স সম্পন্ন করেও এখনো ১৩তম গ্রেডে রয়েছেন।

পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকরাও এই আন্দোলনে সংহতি জানিয়েছেন, কারণ তারা বর্তমানে দশম গ্রেডে বেতন পান এবং সাধারণ শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত