ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
আজ চেলসি বনাম উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ম্যাচ: কখন, সম্ভাব্য একাদশ-সময়সূচি
সরকার ফারাবী: প্রিমিয়ার লিগে চেলসির সামনে আরেকটি বড় পরীক্ষা। আজ স্ট্যামফোর্ড ব্রিজে তারা মুখোমুখি হচ্ছে পয়েন্ট তালিকার তলানিতে থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের। ভিটর পেরেইরা বরখাস্ত হওয়ার পর দিশেহারা উলভসের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে মুখিয়ে আছে এনজো মারেসকার দল। অন্যদিকে আজারবাইজান সফর থেকে ৩,০০০ মাইলের ক্লান্তি নিয়ে ফেরা ব্লুজরা চ্যাম্পিয়নস লিগে হতাশার পর ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে প্রস্তুত।
ম্যাচের পটভূমি
৬,০০০ মাইলের পরিশ্রমী সফর শেষে চেলসি এখন ঘরের মাঠে ফিরে এসেছে। কারাবাগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে তারা শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-২ ড্র করে। এস্তেভাও উইলিয়ান গোল এনে দেন প্রথমে, কিন্তু লিয়ান্দ্রো আন্দ্রেড ও মার্কো জাঙ্কোভিচের গোলে আজারবাইজানি দলটি পাল্টা আঘাত হানে। শেষ মুহূর্তে আলেজান্দ্রো গার্নাচোর গোলে এক পয়েন্ট উদ্ধার করলেও, শেষ-১৬ তে পৌঁছানোর বড় সুযোগ হাতছাড়া করে ব্লুজরা।
দেশীয় লিগেও চেলসির পারফরম্যান্স ওঠানামা করছে। শেষ ছয় ম্যাচে তিন জয় ও তিন হার ফলে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা, ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে এক ধাপ উপরে। এনজো মারেসকার দলের অন্যতম শক্তি হলো স্থিতিশীলতা; পুরো মৌসুমে মাত্র ১৪.৪% সময় তারা পিছিয়ে থেকেছে ক্রিস্টাল প্যালেসের পরেই দ্বিতীয় সেরা রেকর্ড।
উলভসের দুর্দশা আরও গভীর
অন্যদিকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের অবস্থা একেবারেই নাজুক। পুরো মৌসুমে লিগের সময়ের ৫৯.১% তারা পিছিয়ে ছিল যা লিগের সর্বোচ্চ। ফুলহ্যামের কাছে ৩-০ গোলে লজ্জাজনক হারই শেষমেশ কোচ ভিটর পেরেইরার চাকরির ইতি টেনে দেয়। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি উলভসের টানা চতুর্থ পরাজয় এবং প্রিমিয়ার লিগে তৃতীয় ধারাবাহিক হার।
স্থায়ী কোচ নিয়োগ না হওয়ায় আপাতত অনূর্ধ্ব-২১ দলের কোচ জেমস কলিন্স ও অনূর্ধ্ব-১৮ কোচ রিচার্ড ওয়াকার যৌথভাবে দায়িত্ব নিয়েছেন। এপ্রিলের পর থেকে ১৪ ম্যাচে জয়হীন উলভস এখন নিরাপদ অঞ্চলের চেয়ে আট পয়েন্ট পেছনে, ২০তম স্থানে।
অক্টোবরের ইএফএল কাপে চেলসি ও উলভসের শেষ দেখা হয়েছিল। গোলবন্যায় ভরা সে ম্যাচে ৪-৩ ব্যবধানে জয় পায় ব্লুজরা। গত চারটি মুখোমুখি লড়াইয়ে মোট ২৫ গোল হওয়ায় এই ম্যাচেও গোলের দেখা পাওয়ার সম্ভাবনা প্রবল।
ইনজুরি ও নিষেধাজ্ঞার হাল
চেলসি দল সংবাদ:
কারাবাগ ম্যাচে ইনজুরির কারণে মাত্র আট মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় রোমিও লাভিয়াকে। এছাড়া ইনজুরি তালিকায় রয়েছেন কোল পালমার (কুঁচকি), লেভি কলউইল (ACL), দারিও এসুগো (উরু), বেনোইত বাডিয়াশিল (পেশী) এবং নিষিদ্ধ মিখাইলো মুদ্রিক। তবে ইতিবাচক দিক হলো পূর্বের ক্লাব উলভসের বিপক্ষে মুখোমুখি হতে প্রস্তুত পেড্রো নেটো এবং নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন লিয়াম ডেলাপ।
উলভারহ্যাম্পটন দল সংবাদ:
ফুলহ্যামের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় এমানুয়েল আগবাদু নিষিদ্ধ। ইনজুরিতে রয়েছেন ম্যাট ডোহার্টি (হাঁটু), লিওন চিওমে (হাঁটু) ও রদ্রিগো গোমেস (কুঁচকি)। আগবাদুর বদলে রক্ষণভাগে ফিরতে পারেন লাডিস্লাভ ক্রেজসি। জোন আরিয়াস ও কি-জানা হুভারের জায়গায় আন্দ্রে, জোয়াও গোমেস এবং জ্যাকসন চাচুয়া একাদশে আসার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য একাদশ
চেলসি (৪-২-৩-১):সানচেজ; গুস্তো, ফোফানা, চালোবা, কুকুরেল্লা; কাইসেডো, ফার্নান্দেজ; নেটো, পেদ্রো, গার্নাচো; ডেলাপ
উলভারহ্যাম্পটন (৩-৪-২-১):জনস্টোন; টোটি, ক্রেজসি, এস. বুয়েনো; চাচুয়া, আন্দ্রে, গোমেস, এইচ. বুয়েনো; মুনেটসি, বেলেগার্ডে; স্ট্র্যান্ড লারসেন
পূর্বাভাস
চেলসি ২–০ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স
যদিও ‘নিউ ম্যানেজার বাউন্স’ কিছুটা প্রভাব ফেলতে পারে, তবুও চেলসির স্কোয়াডের গভীরতা ও অভিজ্ঞতা উলভসের বিপক্ষে বড় পার্থক্য গড়ে দিতে পারে। ক্লান্তিকর সফরের ধকল কাটিয়ে ব্লুজরা প্রিমিয়ার লিগে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চতুর্থ জয় পাওয়ার পথেই আছে বলে মনে হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস