ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

ঢাকায় কবে মুখোমুখি হবে ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশ: দেখুন সময়সূচি

সরকার ফারাবী
সরকার ফারাবী

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ০৮ ১৫:৫১:৩০

ঢাকায় কবে মুখোমুখি হবে ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশ: দেখুন সময়সূচি

সরকার ফারাবী: ডিসেম্বর মাসে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ঢাকায় আয়োজিত হতে চলেছে দুই বিশ্ব ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের নিয়ে জমজমাট প্রতিযোগিতা ‘লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল’। আগামী ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আমন্ত্রণমূলক আসর। টুর্নামেন্টের শেষ দিনে, অর্থাৎ ১১ ডিসেম্বর, ফাইনালের দিন ঢাকায় আসবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কাফু।

ইতিহাসের এক কিংবদন্তির আগমন

ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার বিরল কৃতিত্ব যার, সেই ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু আসছেন দুই দিনের সফরে। ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং ব্রাজিলের হয়ে সর্বাধিক ১৪২ ম্যাচ খেলার রেকর্ডধারী এই তারকা ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় অবতরণ করবেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়াই তাঁর সফরের মূল উদ্দেশ্য। এর আগে বাংলাদেশে এসেছিলেন রোনালদিনহো ও কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এবার কাফু তাঁদের পথ অনুসরণ করছেন, যা লাতিন ফুটবল তারকাদের ধারাবাহিক উপস্থিতির নতুন অধ্যায় তৈরি করছে।

সংবাদ সম্মেলনে ঘোষণা, চমকের ইঙ্গিত

শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এএফবি প্রোমোশনস-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা আয়োজন করছে এএফ বক্সিং অ্যারেনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান এবং বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান। ভিডিও বার্তায় কাফু নিজেই বলেন, আমি কাফু, আসছি বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ। আয়োজকরা আরও জানান, আর্জেন্টিনার কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা বা ক্লদিও ক্যানিজিয়া এর মধ্যে যেকোনো একজনকেও আনার চেষ্টা চলছে, যা এই ইভেন্টে বাড়তি আকর্ষণ যোগ করবে।

তরুণ ফুটবলাদের প্রতিযোগিতা

এই ত্রিদেশীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তিন দেশের অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-২৩ পর্যায়ের দল। ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাব, আর্জেন্টিনার আতলেতিকো শারলন, এবং স্বাগতিক বাংলাদেশের বাছাইকৃত যুব দল মুখোমুখি হবে এক রোমাঞ্চকর লড়াইয়ে।

২ ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল দল, আর ৩ ডিসেম্বর পৌঁছাবে আর্জেন্টিনা।

সূচি অনুযায়ী—

৫ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ব্রাজিল

৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আর্জেন্টিনা

১১ ডিসেম্বর: ফাইনালিসিমা ম্যাচ

বাংলাদেশের দলটি গঠিত হবে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের সেরা খেলোয়াড়দের নিয়ে। আয়োজক মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, কয়েকজন খেলোয়াড়ের যুব বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও থাকতে পারে।

সর্বোপরি, ‘লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল’ শুধু একটি প্রতিযোগিতা নয় এটি বাংলাদেশের ফুটবলে আন্তর্জাতিক আগ্রহের নতুন সূচনা।

ট্যাগ: বাফুফে বাংলাদেশ ফুটবল ঢাকা জাতীয় স্টেডিয়াম bangladesh football Bangladesh sports news ব্রাজিল বনাম আর্জেন্টিনা কাফু ঢাকা সফর ডিসেম্বর ফুটবল ম্যাচ ফুটবল ম্যাচ সময়সূচি Cafu in Bangladesh লাতিন বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট ঢাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন গ্যাব্রিয়েল বাতিস্তুতা ক্লদিও ক্যানিজিয়া Latin Bangla Super Cup আতলেতিকো শারলন ১১ ডিসেম্বর ফুটবল ঢাকা ফুটবল ম্যাচ ব্রাজিল দল ঢাকায় আর্জেন্টিনা দল ঢাকায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা ঢাকা ম্যাচ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল অনূর্ধ্ব-২৩ ফুটবল সাও বার্নার্দো ক্লাব রোনালদিনহো বাংলাদেশ সফর এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশ বাংলাদেশে কাফু লাতিন আমেরিকার ফুটবল ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল ঢাকায় কাফু আসছেন ফুটবলপ্রেমীদের উৎসব লাতিন ফুটবল কিংবদন্তি বাংলাদেশে আন্তর্জাতিক ফুটবল Brazil vs Argentina Dhaka Cafu Dhaka Visit Dhaka National Stadium Brazil U20 team Argentina U20 team Bangladesh U20 Football Football Match in Dhaka Brazil Argentina Match 2025 Bangladesh Football Federation Latin America Football December Football Match Cafu Visit Bangladesh Bangladesh vs Brazil Bangladesh vs Argentina Brazil vs Argentina Youth Match Brazil Argentina Super Cup Football Tournament Dhaka Cafu World Cup Legend Gabriel Batistuta Bangladesh Claudio Caniggia Bangladesh Ronaldinho Bangladesh Emiliano Martinez Bangladesh Dhaka Football 2025 Latin Football Cup Argentina Brazil Clash Cafu Bangladesh Visit 2025

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ