ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

মারা গেছেন নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন

২০২৫ নভেম্বর ০৮ ১১:১৬:১৩

মারা গেছেন নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন

আন্তর্জাতিক ডেস্ক: নোবেল বিজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ডি. ওয়াটসন ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি ডিএনএ-এর ডাবল-হেলিক্স গঠনের সহ-আবিষ্কারক হিসেবে পরিচিত ছিলেন।

শিকাগোতে জন্ম নেওয়া ওয়াটসন মাত্র ২৪ বছর বয়সে এই যুগান্তকারী আবিষ্কার করেন, যা তাকে বৈজ্ঞানিক বিশ্বের একজন প্রধান ব্যক্তিত্বে পরিণত করে।

১৯৫৩ সালে তিনি ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে মিলিত হয়ে ডিএনএর ডাবল-হেলিক্স কাঠামো সনাক্ত করেন। এই আবিষ্কার আণবিক জীববিজ্ঞানে এক নতুন অধ্যায়ের সূচনা করে এবং বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কীর্তি হিসেবে গণ্য করা হয়।

ওয়াটসনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি, যেখানে তিনি কয়েক দশক ধরে গবেষণা চালিয়েছেন।

১৯৬২ সালে ডিএনএ-এর এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তিনি মরিস উইলকিন্স এবং ক্রিকের সঙ্গে নোবেল পুরস্কার ভাগাভাগি করেন।

ওয়াটসন ১৯২৮ সালের এপ্রিলে শিকাগোতে জন্মগ্রহণ করেন জিন এবং জেমস ওয়াটসনের ঘরে, যাদের বংশধর ছিলেন ইংরেজ, স্কটিশ ও আইরিশ বসতি স্থাপনকারীরা।

১৫ বছর বয়সে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বৃত্তি পান। সেখানে তিনি বিবর্তনবিজ্ঞানে আগ্রহী হন এবং এক্স-রে পরমাণু ব্যবহার করে আণবিক গঠন বোঝার পদ্ধতি নিয়ে কাজ শুরু করেন।

ডিএনএ কাঠামো নিয়ে গবেষণা চালাতে তিনি কেমব্রিজে যান, যেখানে ক্রিকের সঙ্গে মিলে ডিএনএর সম্ভাব্য গঠন নিয়ে বড় মডেল তৈরি করেন।

এরপর ওয়াটসন এবং তার স্ত্রী এলিজাবেথ হার্ভার্ডে চলে যান, যেখানে তিনি জীববিজ্ঞানের অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন।

১৯৬৮ সালে তিনি নিউ ইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির দায়িত্ব গ্রহণ করেন এবং এটিকে বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার কৃতিত্ব অর্জন করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত