ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

“দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন”

২০২৫ নভেম্বর ০৮ ১১:০৪:৩৯

“দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন”

নিজস্ব প্রতিবেদক: আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘গণপ্রকৌশল দিবস’-২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশের উন্নয়নের পথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অবকাঠামো, শিল্প ও অন্যান্য ক্ষেত্রে তাদের প্রযুক্তিগত দক্ষতা দেশের আধুনিক অর্থনীতির ভিত্তি গড়তে সহায়ক হচ্ছে। আইডিইবি একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে এই দক্ষ জনশক্তিকে লালন-পালন, কারিগরি শিক্ষার প্রচার এবং টেকসই প্রবৃদ্ধিতে উদ্ভাবনকে উৎসাহিত করছে।”

ড. ইউনূস গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে বলেন, “সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আইডিইবি প্রতি বছর ৮ নভেম্বর ‘গণপ্রকৌশল দিবস’ পালন করে থাকে। এবারের প্রতিপাদ্য হলো ‘দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি’।”

তিনি আরও বলেন, “জাতির প্রকৃত শক্তি শুধু প্রাকৃতিক সম্পদে নয়, জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাতেও নিহিত। আইডিইবির সদস্যরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।”

প্রধান উপদেষ্টা এই দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

একই সঙ্গে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হবে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন সংবাদ সম্মেলনে জানান, ৯ নভেম্বর সকাল ১০টায় আইডিইবি ভবনে শোভাযাত্রাপূর্ব আলোচনা ও শোভাযাত্রার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ১০ নভেম্বর বিকেল ৪টায় ‘দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ১০ নভেম্বর প্রয়াত নেতা ও সদস্য প্রকৌশলীদের স্মরণে দোয়া, সন্ধ্যায় বিটিভি ও বাংলাদেশ বেতারে বিশেষ আলেখ্যানুষ্ঠান সম্প্রচার এবং ১১ নভেম্বর বিকেলে পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আইডিইবির পক্ষ থেকে জানানো হয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে। দক্ষ জনশক্তির চাহিদা আগে কখনও এত বেশি ছিল না। অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও ডিজিটাল উৎপাদন শিল্পগুলোকে পুনঃসংজ্ঞায়িত করছে। প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে হলে বাংলাদেশকে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ক্রমাগত পেশাদার প্রশিক্ষণে বিনিয়োগ করতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত