ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

হাদি হত্যায় সাক্ষ্য দিয়েছেন সেই রিকশাচালক

২০২৫ ডিসেম্বর ২৫ ১৯:২৯:৩১

হাদি হত্যায় সাক্ষ্য দিয়েছেন সেই রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন অটোরিকশাচালক মো. কামাল হোসেন। ঘটনার সময় হাদি তাঁর রিকশায় বসা ছিলেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ-এর আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু তদন্তের জন্য ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া প্রয়োজন ছিল।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার দিন হাদি মতিঝিলের খলিল হোটেল থেকে কামাল হোসেনের অটোরিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। অটোরিকশার চালক কামাল হোসেন এই হত্যাকাণ্ডের মূল প্রত্যক্ষদর্শী ছিলেন।

মামলার নথিতে বলা হয়েছে, ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে হাদির মাথায় গুলি করা হয়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবনতি হওয়ায় ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৯ ডিসেম্বর হাদির মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে দাফন করা হয়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত