ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
ঢাকায় ২২ দেশের গবেষক অংশে ‘ইকবাল ও নজরুল’ সম্মেলন রোববার
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (BIIT)-এর যৌথ উদ্যোগে আগামী ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন ও মুশায়েরা। এবারের সম্মেলনের বিষয়— “The Role of Iqbal and Nazrul Islam in National Awakening”।
উর্দু বিভাগের চেয়ারম্যান মো. গোলাম মাওলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন BIIT-এর মহাপরিচালক ড. মো. আব্দুল আজিজ এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
বাংলাদেশসহ পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, আমেরিকা, কাতার, মিশর, কানাডা, জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ইরান, তুরস্ক, নেপাল, মালয়েশিয়া, মরিসাস, জাপানসহ মোট ২২টি দেশের অধ্যাপক ও গবেষক এই সম্মেলনে অংশ নিচ্ছেন। দুদিনে ১৮টি সেশনে উপস্থাপন করা হবে ১২৭টি গবেষণা প্রবন্ধ।
সম্মেলনের অন্যতম আকর্ষণ হবে ৯ নভেম্বর বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মুশায়েরা ও গজল সন্ধ্যা, যেখানে দেশ–বিদেশের খ্যাতিমান কবি ও সাহিত্যিকরা অংশ নেবেন।
পাকিস্তান থেকে ড. ফাতেমা হাসান ও ড. হুমায়রা ইশফাক, জার্মানি থেকে সরওয়ার গাযালী, মিশর থেকে অধ্যাপক কাজী আহমদ আব্দুর রহমান, ইংল্যান্ড থেকে আমীর মেহেদী, আমেরিকা থেকে গাওছিয়া সুলতানা নুরী, ভারত থেকে অধ্যাপক খাজা মুহাম্মদ ইকরামুদ্দীন ও কবি আফজাল মুঙ্গলুরীসহ বহু খ্যাতিমান সাহিত্যিক এতে অংশ নিচ্ছেন।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনসহ বিশ্ববিদ্যালয়ের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত এই আয়োজন উর্দু বিভাগের আন্তর্জাতিক সংযোগ ও গবেষণার ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)