ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে: নাহিদ ইসলাম

২০২৫ নভেম্বর ০৭ ১৩:২১:১৪

তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষ পরিবর্তনের তাগিদে অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুধু পরিবর্তনই মুক্তির পথ খুলতে পারে, আর ছাড়া কোনো অভ্যুত্থান, নির্বাচন বা ঐকমত্য কমিশন কার্যকর হবে না।

পরিবর্তন না আসলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে বলে সতর্ক করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ফ্যাসিবাদী কাঠামো এখনও বিদ্যমান, এজন্য ঐকমত্য প্রক্রিয়া শেষ হলেও সহজে সব পক্ষের মিলন ঘটানো সম্ভব হচ্ছে না।

শুক্রবার রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, ‘ব্যক্তি ও সমাজের চিন্তাভাবনার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়’।

নাহিদ ইসলাম শিক্ষকদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র ও শিক্ষকদের মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষকরা সক্রিয়, তাই সকলের উচিত তাদের পাশে থাকা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত