ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

৬৬টি সংস্থা পেল নির্বাচন পর্যবেক্ষক অনুমোদন

২০২৫ নভেম্বর ০৬ ২১:২৩:৫৭

৬৬টি সংস্থা পেল নির্বাচন পর্যবেক্ষক অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ৬৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৬৬টি সংস্থা চূড়ান্ত নিবন্ধন পেয়েছে। এছাড়া, আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিবন্ধনের জন্য নির্ধারিত সময়সীমার (১০ আগস্ট) মধ্যে ৩১৮টি আবেদন জমা পড়েছিল। পরে নির্ধারিত সময়ের পর আরও ১৩টি আবেদন আসে। যাচাই-বাছাই কমিটি এসব আবেদন পর্যালোচনা করে ৭৩টি সংস্থাকে নিবন্ধনের জন্য উপযুক্ত বলে ঘোষণা করে।

৭৩টি সংস্থার বিরুদ্ধে কোনো দাবি-আপত্তি থাকলে তা ২৭ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। শেষ পর্যন্ত ৭টি সংস্থা বাদ পড়ে এবং চূড়ান্ত নিবন্ধন পান ৬৬টি সংস্থা।

এর আগে, ২০২৩ সালে কাজী হাবিবুল আউয়াল কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৬টি সংস্থাকে ৫ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল। তবে ২৪ জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত বর্তমান কমিশন, এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে, নতুন নীতিমালা প্রণয়ন করে পুরনো নিবন্ধন বাতিল করে পুনরায় আবেদন আহ্বান করে।

এক-এগারো সরকারের সময়, ২০০৮ সালে ড. এ টি এম. শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন প্রথমবারের মতো দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রম চালু করে। তখন ১৩৮টি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন নীতিমালা অনুযায়ী, এই সংস্থাগুলোর ভোট পর্যবেক্ষণের পর প্রতিবেদন দাখিল করা বাধ্যতামূলক।

নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে। এ জন্য সব প্রস্তুতি চূড়ান্ত করার অংশ হিসেবে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত