ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

ডেঙ্গু প্রাদুর্ভাব রুখতে নতুন কর্মপরিকল্পনা ডিএসসিসির

২০২৫ নভেম্বর ০৬ ১৯:২১:৫৮

ডেঙ্গু প্রাদুর্ভাব রুখতে নতুন কর্মপরিকল্পনা ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রাজধানীতে এডিস মশা নিয়ন্ত্রণে নতুন করে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ও জনসচেতনতা বাড়াতে সংস্থাটি ওয়ার্ডভিত্তিক বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে।

বৃহস্পতিবার নগর ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ডিএসসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান। সভায় এডিস মশা নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিটি ওয়ার্ডে তদারকি টিম গঠন করা হবে যারা লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রমের সময়সূচি প্রণয়ন ও বাস্তবায়ন তদারকি করবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর করে নাগরিকদের সহযোগিতায় মশার প্রজননস্থল ধ্বংসের পদক্ষেপ নেওয়া হবে।

ডেঙ্গু আক্রান্তের হার বিবেচনায় রেখে এলাকাভিত্তিক হটস্পট চিহ্নিত করে চিরুনি অভিযান পরিচালনা করারও সিদ্ধান্ত হয় সভায়।

সভায় সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, “এডিস মশা নিয়ন্ত্রণ শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, নাগরিকদেরও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং হঠাৎ অভিযানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হবে।”

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে। সংবাদপত্র, টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ধর্মীয় উপাসনালয়গুলোতে বার্তা প্রচার করা হচ্ছে। পাশাপাশি ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান নতুন উদ্যমে শুরু হবে।”

এছাড়া, ডেঙ্গু সন্দেহভাজন রোগীরা বিনামূল্যে পরীক্ষা করাতে পারবেন ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল ও নাজিরা বাজার মাতৃসদনে। নাগরিকদের ডিএসসিসির হটলাইন ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে ডেঙ্গু সংক্রান্ত তথ্য জানানোরও অনুরোধ জানানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত