ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকিতে: ট্রাম্প

২০২৫ নভেম্বর ০৬ ১০:২৪:৪৬

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকিতে: ট্রাম্প

আন্তর্জাতি ডেস্ক: নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির বিজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, শহরটি ‘সার্বভৌমত্ব হারিয়েছে’। ট্রাম্প আরও বলেন, মামদানির নির্বাচনে জয় নিউইয়র্ককে ‘কমিউনিস্ট শহরে’ পরিণত করতে পারে। তবে মামদানি জানিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে জীবনযাত্রার ব্যয় ও নগর পরিচালনা নিয়ে আলোচনা করতে আগ্রহী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রতিবেদনে জানায়, ট্রাম্প বুধবার এক বক্তব্যে বলেন, নিউইয়র্কে মামদানির জয় যুক্তরাষ্ট্রের ‘সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে’। তিনি ব্যাখ্যা দেননি কীভাবে, তবে দাবি করেন, দেশের সবচেয়ে বড় শহরটি এখন ‘কমিউনিস্ট শহরে’ পরিণত হবে।

মামদানির জয় নিশ্চিত হওয়ার একদিন পর মায়ামিতে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, ফ্লোরিডা শিগগিরই নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল হয়ে উঠবে। তিনি বলেন, আমেরিকানদের সামনে এখন দুটি পথ—কমিউনিজম নাকি কমনসেন্স। ট্রাম্পের ভাষায়, “আমরা চাই অর্থনৈতিক অলৌকিকতা, অর্থনৈতিক দুঃস্বপ্ন নয়।”

তবে ট্রাম্প বলেন, “আমরা চাই নিউইয়র্ক সফল হোক” এবং ইঙ্গিত দেন, মামদানিকে কিছুটা সহায়তা দেওয়া হতে পারে। তিনি বলেন, সাহায্য হয়তো সামান্য, তবে প্রয়োজনীয়।

অন্যদিকে, ব্যবসায়ী মহল ও রক্ষণশীল গণমাধ্যমের সমালোচনা সত্ত্বেও মামদানি অভিবাসী মুসলিম হিসেবে ‘আউটসাইডার’ থেকে মেয়র নির্বাচিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন। তিনি মজার ছলে বলেন, হোয়াইট হাউস থেকে এখনও তাকে অভিনন্দন জানানো হয়নি।

মামদানি আরও বলেন, প্রেসিডেন্টের কাছ থেকে শেখার বিষয় হলো—শ্রমজীবী মানুষের সংকট চিহ্নিত করলেই হবে না, সেই সংকট মোকাবিলায় বাস্তব পদক্ষেপও নিতে হবে। তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনার মূল লক্ষ্য হিসেবে নাগরিক সেবা ও জীবনযাত্রার ব্যয় কমানোকে তুলে ধরেছেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত