ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা, জড়িতদের গ্রেফতার দাবি মির্জা ফখরুলের

২০২৫ নভেম্বর ০৫ ২০:৫১:৩৬

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা, জড়িতদের গ্রেফতার দাবি মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। এসময় গুলিতে সরওয়ার বাবলা নামের এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এই গুলির ঘটনা ঘটে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গুলিবিদ্ধ আহ্বায়ক এরশাদ উল্লাহ ইতোমধ্যে চট্টগ্রাম-৮ আসনের সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন। এই ঘটনার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পরও কিছু দুস্কৃতিকারী দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এই হামলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহসহ অন্যান্য ব্যক্তির প্রতি হামলার মাধ্যমে সেই অপতৎপরতার প্রকাশ।

মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এবং জাতীয় সংসদ নির্বাচনে বাধা সৃষ্টি করার জন্যই এ ধরনের হামলা চালানো হয়েছে। তিনি বলেন, দেশের গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। নইলে দুস্কৃতিকারীরা দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত