ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
শব্দের চেয়ে তিনগুণ দ্রুত: রাশিয়ার নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের কাজ শুরু
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে অন্তত তিনগুণ বেশি হবে এবং ভবিষ্যতে এটি হাইপারসনিক ক্ষমতাও অর্জন করবে। খবর তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর।
মঙ্গলবার মস্কোয় ক্রেমলিনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন বলেন, “রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির পর্যায়ে প্রবেশ করেছে। এটির গতি শব্দের চেয়ে তিনগুণেরও বেশি এবং ভবিষ্যতে তা হাইপারসনিক গতিতে পৌঁছাতে পারবে।”
অনুষ্ঠানে তিনি রাশিয়ার পারমাণবিকচালিত ‘বুরেভেসনিক’ ক্ষেপণাস্ত্র ও পানির নিচে ব্যবহারের জন্য তৈরি ‘পোসেইডন’ অস্ত্র প্রকল্পে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন।
পুতিন বলেন, রাশিয়া এখন এমন সব আধুনিক অস্ত্র তৈরি করছে, যেগুলো বুরেভেসনিক ও পোসেইডন-এর মতো শক্তি ইউনিটের ওপর ভিত্তি করে তৈরি হবে। তার ভাষায়, “বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার জন্য একটি ঐতিহাসিক অর্জন, যা আগামী কয়েক দশক দেশের কৌশলগত নিরাপত্তা ও ভারসাম্য রক্ষা করবে।”
রুশ প্রেসিডেন্ট দাবি করেন, গত ২১ অক্টোবর ক্ষেপণাস্ত্রটির পরীক্ষার সময় ন্যাটোর একটি যুদ্ধজাহাজ পরীক্ষাস্থলের কাছাকাছি অবস্থান করলেও রাশিয়া তাদের কার্যক্রমে কোনো বাধা দেয়নি।
তিনি আরও জানান, পোসেইডন প্রকল্পটি বুরেভেসনিক-এর সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং উভয়ের প্রযুক্তি একে অপরের পরিপূরক। তার দাবি, এসব দেশীয় প্রযুক্তি ভবিষ্যতে শুধু প্রতিরক্ষা নয়, বেসামরিক খাতেও নতুন সম্ভাবনা তৈরি করবে।
পুতিন বলেন, “রাশিয়া কারও জন্য হুমকি নয়। বরং আমরা আমাদের পারমাণবিক সক্ষমতাকে আধুনিক করছি, যেমন অন্য পরাশক্তিরা করছে।”
তিনি আরও জানান, এ বছরই রাশিয়া ‘সারমাত’ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেম যুদ্ধ-পরীক্ষায় ব্যবহার করবে এবং আগামী বছর সেটি পূর্ণাঙ্গভাবে মোতায়েন করা হবে।
এর আগে গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেছিলেন, বুরেভেসনিক ক্ষেপণাস্ত্রের “গুরুত্বপূর্ণ পরীক্ষা” সফলভাবে সম্পন্ন হয়েছে।রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ জানান, ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে পুতিন প্রথম ঘোষণা দিয়েছিলেন বুরেভেসনিক ও পোসেইডন প্রকল্পের কথা। তিনি একে “অদ্বিতীয়” এবং “অসীম পাল্লার” সক্ষমতাসম্পন্ন অস্ত্র হিসেবে আখ্যা দিয়েছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস