ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ খসড়া প্রকাশ

২০২৫ নভেম্বর ০৫ ১১:০৯:০০

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ খসড়া প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বুধবার ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ খসড়া প্রকাশ করেছে। খসড়ার মাধ্যমে ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা জোরদার করার প্রস্তাব করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, খসড়া সাধারণ জনগণ এবং সংশ্লিষ্ট অংশীজনের জন্য উন্মুক্ত করা হয়েছে। জনগণ ১৫ নভেম্বর পর্যন্ত ই-মেইল ([email protected]) বা ডাকযোগে মতামত পাঠাতে পারবেন।

প্রস্তাবিত অধ্যাদেশে একাধিক ধারা সংশোধনের মাধ্যমে ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ, নাগরিক স্বাধীনতা এবং টেলিযোগাযোগ খাতে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব হলো ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপ, যা নাগরিক অধিকার এবং তথ্যের প্রবাহ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত