ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

রোগমুক্তির জন্য নবীজি (সা.) যে দোয়া পড়তেন

২০২৫ নভেম্বর ০৫ ০১:০৫:৫৪

রোগমুক্তির জন্য নবীজি (সা.) যে দোয়া পড়তেন

সরকার ফারাবী: রোগ ও অসুস্থতা থেকে মুক্তি পেতে নবীজি (সা.) যে দোয়া পড়তেন, তা আজও আমাদের জন্য অনন্য সহায়তা। এই দোয়া পড়লে শারীরিক ও মানসিক রোগ-ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়।

রোগমুক্তির দোয়া:

আরবী:أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ وَأَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আযহিবিল বা’সা রাব্বান-নাস ইশফি ওয়া আনতাশ-শাফী লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা য়ুগাদিরু সাকামান।

অর্থ: হে মানুষের রব, কষ্ট দূর করুন এবং শেফা দান করুন। আপনার শেফা ছাড়া অন্য কোনো শেফা নেই। এমন শেফা দিন যা সামান্য রোগকেও অবশিষ্ট রাখবে না।

অনাস বিন মালিক (রা.) বর্ণনা করেছেন, নবীজি (সা.) এই দোয়া পড়ে অসুস্থদের উপর ঝাড়ফুঁক করতেন। (সহিহ বুখারি)

হাদিসে বর্ণিত আরও ৩টি সুস্থতার দোয়া

১. দুরারোগ্য ব্যধি থেকে আশ্রয় প্রার্থনা:

আরবী:اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনূনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিইল আসকাম।অর্থ: হে আল্লাহ! আমি শ্বেতরোগ, পাগলামি, কুষ্ঠ এবং ঘৃণ্য রোগ থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। (সুনানে আবু দাউদ, সুনানে নাসায়ি)

২. সুস্থতা, নৈতিকতা ও সচ্চরিত্রের জন্য দোয়া:

আরবী:اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ وَالْعِفَّةَ وَالأَمَانَةَ وَحُسْنَ الْخُلُقِ وَالرِّضَا بِالْقَدَرِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাস-সিহ্হাতা, ওয়াল ইফ্ফাতা, ওয়াল আমানাতা, ওয়াহুসনাল খুলুকি, ওয়ার রিদা বিল কাদার।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে সুস্থতা, সততা, আমানতদারি, উত্তম স্বভাব ও তকদিরের উপর সন্তুষ্টি প্রার্থনা করছি। (আল আদাবুল মুফরাদ লিলবুখারি)

৩. সকাল ও সন্ধ্যায় নিরাপত্তা ও সুস্থতার দোয়া:

আরবী:بِسْمِ اللهِ الذِي لَايَضُرُّ مَعَ اِسْمِه شَيْئ في الأَرْضِ ولا في السَّمَاء وَهُوَ السمِيعُ العَلِيم

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মাআ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, ওয়া হুওয়াস সামীয়ুল আলীম।

অর্থ: আল্লাহর নামে, যার নামের সঙ্গে কিছুই আসমান ও মাটিতে ক্ষতি করতে পারবে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (সুনানে তিরমিযি, আবু দাউদ)

এই দোয়া গুলো নিয়মিত পড়ার মাধ্যমে রোগ, শারীরিক দুর্বলতা ও মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত