ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

আবারও একসঙ্গে চঞ্চল-তুষি , যোগ দিলেন সিয়ামও

২০২৫ নভেম্বর ০৫ ০০:০৪:১৪

আবারও একসঙ্গে চঞ্চল-তুষি , যোগ দিলেন সিয়ামও

বিনোদন ডেস্ক: মেজবাউর রহমান সুমনের সফল চলচ্চিত্র ‘হাওয়া’র পর আবারও একসঙ্গে কাজ করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষিকে। এবার তাদের সঙ্গী হচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। রায়হান রাফী পরিচালিত ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’-এ এই তিন তারকাকে দেখা যাবে।

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (৩ নভেম্বর) রাতে ‘ক্রিপটিক ফেইট’ ব্যান্ডের ভোকালিস্ট শাকিব চৌধুরীর ‘গিক মিথ’ নামের একটি শো-তে নির্মাতা রাফী নিজেই এই ঘোষণা দেন।

রায়হান রাফী জানান, ‘আন্ধার’ ছবির শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এটি তার প্রথম সিনেমা, যেখানে তিনি অন্য কোনো লেখকের গল্পে কাজ করেছেন। তিনি মুগ্ধ হয়ে এই গল্পে কাজ করেছেন এবং দুই বছর ধরে স্বপ্ন লালন করে ছবিটি নির্মাণ করেছেন।

সিনেমাটিতে সিয়াম আহমেদকে ‘গোয়েন্দা দেলোয়ার’ চরিত্রে, চঞ্চল চৌধুরীকে ‘শমসের’ চরিত্রে এবং নাজিফা তুষিকে ‘নাদিয়া’ চরিত্রে দেখা যাবে। এছাড়াও মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত, স্বর্ণালী চৈতি ও তানজিকা আমিন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

‘আন্ধার’-এর গল্প যৌথভাবে লিখেছেন গিটারিস্ট ও ব্যান্ড তারকা সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। শাকিব চৌধুরীর মতে, এটি বাংলাদেশি সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত একটি ভৌতিক গল্প হবে, যেখানে রহস্য, থ্রিলার, খুন ও আবেগ পশ্চিমা ভৌতিক ছবির মতো মিশে থাকবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত