ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সাবেক মুখ্য সচিবের মৃ’ত্যুতে প্রধান উপদেষ্টার শোক

২০২৫ নভেম্বর ০৩ ১৩:৫০:৫৪

সাবেক মুখ্য সচিবের মৃ’ত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক: সাবেক মুখ্য সচিব, খ্যাতনামা প্রশাসক ও অর্থনীতিবিদ ড. কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি প্রয়াত এই প্রশাসককে দেশের প্রশাসন, উন্নয়ন ও একাডেমিক গবেষণার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে উল্লেখ করেন এবং তার সততা, দেশপ্রেম ও প্রজ্ঞার প্রতি শ্রদ্ধা জানান।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ড. কামাল সিদ্দিকী ছিলেন একজন সৎ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তা, যিনি বাংলাদেশের প্রশাসনিক কাঠামো আধুনিকায়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। একজন মুক্তিযোদ্ধা, গবেষক ও নীতিনির্ধারক হিসেবে তার অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ড. সিদ্দিকীর সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দেশের প্রশাসনিক সংস্কার, উন্নয়ন ও আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে তারা প্রায়ই আলোচনা করতেন। তিনি বলেন, “আমি শুধু একজন দক্ষ প্রশাসককেই নয়, একজন প্রজ্ঞাবান বন্ধু ও দেশপ্রেমিক মানুষকেও হারালাম।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশের প্রতিকূল রাজনৈতিক বাস্তবতায় তাকে একাধিকবার বিদেশে যেতে বাধ্য হতে হয়েছে এবং অন্যায়ভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তবুও তিনি কখনো নিজের মূল্যবোধ ও দেশপ্রেম থেকে বিচ্যুত হননি।

ড. কামাল উদ্দিন সিদ্দিকী ছিলেন বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার এক কিংবদন্তি নাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করলেও পরবর্তীতে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। তিনি জাতিসংঘের শিশু অধিকার কমিটিতেও দায়িত্ব পালন করেছেন এবং সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য ছিলেন।

তার তিন খণ্ডের আত্মজীবনী ও অসংখ্য গবেষণা গ্রন্থ বাংলাদেশের সমাজ, রাষ্ট্র ও প্রশাসনের এক নির্ভরযোগ্য দলিল হিসেবে ইতিহাসে স্থান পাবে বলে প্রধান উপদেষ্টা মন্তব্য করেন।

শেষে প্রফেসর ইউনূস মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত