ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

‘বর্তমান অস্থিরতার দায় অন্তর্বর্তী সরকারের’

২০২৫ নভেম্বর ০২ ২১:২৮:৫১

‘বর্তমান অস্থিরতার দায় অন্তর্বর্তী সরকারের’

নিজস্ব প্রতিবেদক: বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য অন্তর্বর্তী সরকারই মূলত দায়ী বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তাঁর মতে, সরকার এখন তার মৌলিক অবস্থানে নেই বলেই এই সংকট সৃষ্টি হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনি ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, যে সংকট তৈরি হয়েছে, তার অন্যতম কারণ হলো অন্তর্বর্তী সরকার তার প্রিন্সিপাল পজিশনে নেই। বিএনপির চাপে প্রধান উপদেষ্টা কখনও ডানে ছোটেন, জামায়াতের চাপে আবার বামে, আর এনসিপির চাপে মাঝেমধ্যে ওপর দিকেও উঠতে চান।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্য না হওয়ার অন্যতম কারণ হলো কে নেতৃত্বে থাকবে, কে পেছনে বসবে এই চেয়ার ভাগাভাগি নিয়ে টানাপোড়েন। অনেকেই বলেন, লৌকিক সংস্কারের কোনো লাভ নেই, কিন্তু সংস্কার তো ধীরে ধীরে একে একে করতেই হবে। দলগুলো নিজেদের মধ্যে পরিবর্তন না আনলে রাজনীতি কখনোই পরিবর্তন হবে না।

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমরা কেন দেখি বিএনপির নেতারা ঘাট, বাজার বা ইজারা দখল করে? কেন এনসিপির নতুন প্রজন্মের নেতারাও একই পথে হাঁটছেন? কারণ আমাদের সামাজিক কাঠামোই এমনভাবে তৈরি করা হয়েছে। এই সংস্কৃতি বদলানো না গেলে, আগামীতে আমাদের দল ক্ষমতায় এলেও সেই নেতাদের সৎভাবে ধরে রাখা কঠিন হবে।

আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং সঞ্চালনা করেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।এস/এফ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত