ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

অন্তর্বর্তী সরকারের জরুরি সংবাদ সম্মেলন সোমবার

২০২৫ নভেম্বর ০২ ২১:০৩:৪৯

অন্তর্বর্তী সরকারের জরুরি সংবাদ সম্মেলন সোমবার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আরও জানানো হয়েছে যে, এই সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। বার্তায় স্বীকৃত সাংবাদিকদের আগামী সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা বা সিদ্ধান্ত জানানো হতে পারে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত